১৫ই ফেব্রুয়ারি বুধবার কান্দি থানার ঘোষবাটি গ্রামে মুনমুন ঘোষ নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে কান্দি থানার পুলিশ। শ্বশুরবাড়ির লোকজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইলেও মৃত গৃহবধূর বাবা কান্দি থানায় খুনের অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন- কান্দির যশোহরি আনুখা-১ পঞ্চায়েতের গত পাঁচ বছরের রিপোর্ট কার্ড
advertisement
আরও পড়ুন- কর্মসংস্থানের নতুন দিশা! পর্যটন শিল্পে আরও কাজের সুযোগ, জেনে নিন বিস্তারিত
কান্দি থানায় মৃতের বাবা বাপ্পাদিত্য ঘোষ সহ শ্বশুর শ্বাশুড়ি ও ননদের নামে অভিযোগ করেন। কান্দি থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী বাপ্পাদিত্য ঘোষকে গ্রেফতার করে। ধৃতকে বৃহস্পতিবার ৭দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তোলে। কান্দি মহকুমা আদালতে বিচারপতি সমস্ত কাগজপত্র দেখে অভিযুক্তকে ৩দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বলে কান্দি মহকুমা আদালত সূত্রে জানা গিয়েছে।
কৌশিক অধিকারী





