TRENDING:

Murshidabad News: রাতে সামশেরগঞ্জের রাস্তায় কামড়-আতঙ্ক, ইতিমধ্যে মাংস খুবলে রক্তাক্ত ১৫ জন!

Last Updated:

Murshidabad News: শিয়ালের কামড়ে জখম এক‌ই গ্ৰামের ১৫ জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলায় ফের শিয়ালের তান্ডব। শিয়ালের কামড়ে জখম এক‌ই গ্ৰামের প্রায় পনেরো জন। আক্রান্ত হয়েছে শিশু, পুরুষ ও মহিলা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত অন্তরদিপা গ্ৰামে।
advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, সামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত অন্তরদিপা গ্রামে নিত্যদিনের মতো সেখানকার সাধারণ মানুষ চাষের জমি থেকে চাষ করে বাড়ি ফিরছিলেন। কেউ আবার দোকান বন্ধ করে বাড়ির পথে হাঁটছিলেন। বাড়ির ফেরার মুহূর্তে এক‌ই গ্ৰামের বেশ কয়েক জনকে আক্রমণ করে কামড় দেয় শিয়াল। পরপর প্রায় ১৫ জন পুরুষ, মহিলা থেকে শুরু করে ছোট ছোট শিশুকে কামড়ে দেয় শিয়ালের দল।

advertisement

আরও পড়ুন: যাত্রিবাহী বিমান ভেঙে পড়ল নেপালের পোখরা বিমানবন্দরের কাছে, ৭২ জনের মৃত্যুর আশঙ্কা

যদিও স্থানীয়দের দাবি, এই এলাকায় প্রচুর শিয়াল রয়েছে বহুদিন ধরেই। কয়েকদিন আগেই ঠিক এই ধরণের‌ ঘটনা ঘটেছিল, ফের আবার শনিবার  পনেরো জনকে কামড় দিয়েছে তারা। আহতদের মধ্যে কয়েকজন বর্তমানে অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে রাতের রাস্তায় শিয়ালের কামড়ের আতঙ্কে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

advertisement

View More

আরও পড়ুন: হাউ হাউ করে কাঁদছেন রাখি সাওয়ান্ত, খেতে-শুতে পারছেন না! দায়ী আদিল খান?

গ্রামের বাসিন্দারা জানান, 'আমাদের এই গ্রামে শিয়ালের অত্যাচার খুবই বেড়েছে। নিত্যদিন শিয়ালের কামড়ে আহত হচ্ছেন অনেকেই। এই ভাবে যদি শিয়াল কামড় দেয় তাহলে চাষিরা কী ভাবে মাঠে চাষ করবেন।'

চিকিৎসক জানান, অন্তরদীপা গ্রামের প্রায় ১৫ জন বাসিন্দা আহত অবস্থায় চিকিৎসার জন্য এসেছেন। অনেকের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, শিয়াল কামড়ের পর ভ্যাকসিন দেওয়া হয়েছে। বর্তমানে অনেকেই সুস্থ আছেন বলে জানান চিকিৎসক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: রাতে সামশেরগঞ্জের রাস্তায় কামড়-আতঙ্ক, ইতিমধ্যে মাংস খুবলে রক্তাক্ত ১৫ জন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল