Nepal Plane Crash: যাত্রিবাহী বিমান ভেঙে পড়ল নেপালের পোখরা বিমানবন্দরের কাছে, ৭২ জনের মৃত্যুর আশঙ্কা
- Published by:Raima Chakraborty
Last Updated:
Nepal Plane Crash: ৬৮ জন যাত্রী এবং ৪ জন বিমানের কর্মী ছিলেন সেই বিমানে। পোখরা বিমানবন্দরে নামার সময়ই সেটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে।
কাঠমান্ডু: নেপালে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার খবর। রবিবার ৭২ জনের যাত্রিবাহী বিমান কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে ভেঙে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইয়েতি এয়ারলাইন্সের ছিল বিমানটি। ৬৮ জন যাত্রী এবং ৪ জন বিমানের কর্মী ছিলেন সেই বিমানে। পোখরা বিমানবন্দরে নামার সময়ই সেটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। (Nepal Plane Crash)
A 72-seater passenger aircraft crashes on the runway at Pokhara International Airport in Nepal. Rescue operations are underway and the airport is closed for the time being. Details awaited. pic.twitter.com/Ozep01Fu4F
— ANI (@ANI) January 15, 2023
advertisement
Atleast 30 Dead in #Nepal #planecrash in Pokhra, death toll may rise. pic.twitter.com/GnqXtM1JJP
— Sandeep Panwar (@tweet_sandeep) January 15, 2023
advertisement
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গোটা বিমানটিতে আগুন ধরে গিয়েছে। বিমানের প্রত্যেকেরই মৃত্যুর আশঙ্কা। উদ্ধারকাজ শুরু হয়েছে। বহু মানুষ সেখানে ভিড় জমিয়েছেন। ইতিমধ্যেই সেই বিমান ভেঙে পড়ার পর আগুন ধরে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপাতত পোখরা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 'ভোটের পর উধাও' বিধায়ক গ্রামে গেলেন 'দিদির দূত' হয়ে, ঢুকতেই বাঁধল গোল! চরম কাণ্ড
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নেপালের বাসিন্দারা ছিলেন, বিদেশি পর্যটকেরা ছিলেন বিমানে। পাহাড়ে ধাক্কা লেগেই বিমানটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ৩০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা হাত লাগিয়েছেন উদ্ধারকাজে। পাহাড়ের খাদে বিমানটি পড়ে গিয়ে আগুন ধরে গিয়েছে। ফলে উদ্ধারকাজে খুবই বেগ পেতে হচ্ছে। বিমানে কোনও ভারতীয় ছিলেন কি না তা এখনও জানা যায়নি।
advertisement
আরও পড়ুন: মিড ডে মিলের টাকায় 'দুয়ারে সরকার' ক্যাম্প! ফের বড় দুর্নীতির 'হদিশ' শুভেন্দু অধিকারীর
কী কারণে এমন ভয়াবহ ঘটনা ঘটল তা নিয়ে বিমানবন্দরের তরফে এখনও কিছু জানানো হয়নি। বিমানবন্দরের একেবারে কাছে এসে অবতরণের সময় সিগনালিংয়ে কোনও সমস্যা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত নেপাল সরকার, বিমানবন্দরের তরফে জোর কদমে উদ্ধারকাজ চালানো হচ্ছে। আগুন নেভানো গিয়েছে, তবে ৪২ জন এখনও নিখোঁজ।
advertisement
বিস্তারিত আসছে...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2023 12:01 PM IST