আহত হাসান আলিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বাসিন্দারা বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানেই তার প্রাথমিক চিকিৎসা করেন বড়ঞা গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা। পরে হাসান আলীর শারীরিক অবস্থা সংকটজনক হলে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে হাসান আলিকে।
জানা গিয়েছে, আহতের মাথা, পেট সহ শরীরের একাধিক স্থানে গভীর ক্ষত হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরে আবুল দেওয়ান মোটরবাইক নিয়ে মঙ্গলবার সকালে অতর্কিত হামলা চালায় হাসান আলির উপর, ধারালো অস্ত্রের কোপে হাসান আলি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে এবং আর্তনাদ করতে থাকে ৷
advertisement
আরও পড়ুন: Edible Oil Price: মধ্যবিত্তের জন্য বাম্পার খবর! ভোজ্যতেলের দাম সস্তা, নতুন দাম চমকে দেবে
হাসান আলীর আর্তনাদ শুনে এলাকার বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা মোটরবাইক নিয়ে চম্পট দেয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায় সামগ্রিক ঘটনা তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ প্রশাসন।
আরও পড়ুন: One Nation One Ration Card: Free রেশন প্রাপকদের জন্য বাম্পার খবর! Modi সরকারের বিরাট সিদ্ধান্ত
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবুল দেওয়ানের সঙ্গে হাসান আলির পুর্ব আক্রশের জেরেই হাসান আলীর ওপর এই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় আসমা খাতুন বড়ঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছি। যদিও ঘটনার পর পলাতক আবুল দেওয়ান বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
কৌশিক অধিকারী