সিআইডির ডিএসপি শিমূল সরকারের নেতৃত্বে ৫ সদস্যের একটি সিআইডি টিম বর্তমান ডিআই অমর কুমার শীল ও প্রাক্তন ডিআই পুরবী দে বিশ্বাসের উপস্থিতিতে ওই স্কুলের পরিচালন সমিতির প্রাক্তন ও বর্তমান সভাপতি ,সদস্য ও স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করেন। যদিও স্কুলের প্রধান শিক্ষক বা তাঁর ছেলেকে তলব করা হলেও তাঁরা আসেননি। সিআইডি সূত্রে জানা গিয়েছে, এখনও কিছু নথি তারা পাচ্ছেন না যা এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ন, সেটার খোঁজেও সিআইডি তদন্ত জারি থাকবে।
advertisement
আরও পড়ুন: গোর্খাল্যান্ড চাই, অনড় বিজেপি বিধায়ক! অভিষেকের সভার আগে ফের সরব বিষ্ণুপ্রসাদ
ডিআই অমরবাবু জানিয়েছেন, সিআইডি টিম এসেছিল এবং সুতির গোঠা হাই স্কুলের শিক্ষক দুর্নীতি নিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই বহরমপুর নিয়ে শিক্ষা ভবনে সিআইডি টিম কয়েকবার আসল বলে জানা গিয়েছে। তবে এদিন আসার কথা ছিল ভুয়ো শিক্ষক ও তার বাবা প্রধান শিক্ষকের। কিন্তু তার আসেননি বলে জানা গিয়েছে। সিআইডি সুত্রে জানা গিয়েছে, প্রায় দশজনের বেশি আজকে স্বাক্ষ্য দিয়েছেন। অনেক গুলো ইতি মধ্যেই ডিসপুট পাওয়া গিয়েছে। তবে তদন্তের স্বার্থে কিছু বলা সম্ভব নয়।
উল্লেখ্য, সুতির গোঠা এ আর হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ডকুমেন্ট জালিয়াতি করে ছেলে অনিমেষ তিওয়ারিকে নিজের স্কুলেই শিক্ষকতার সুযোগ করে দিয়েছেন। সেই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত।গত ৩০ জানুয়ারি দুর্নীতির তদন্তে সুতির গোঠা এ আর হাইস্কুলে গিয়েছিল সিআইডি দল। এর পরের দিনই বহরমপুরে ডিআই অফিসে আসেন চার সদস্যের সিআইডি দল। নিয়োগ দুর্নীতির তদন্তে ফের ডিআই অফিসে সিআইডির প্রতিনিধি দল বলে জানা গিয়েছে।
কৌশিক অধিকারী