শ্বশুর বাড়ির পক্ষ থেকে গৃহবধূর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে। যদিও সেই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে বড়ঞা থানার পুলিশ। গৃহবধূ মায়া খাতুন জানান, আমার সাথে বিয়ের পরে ইচ্ছাকৃত ভাবে আমাকে বাপের বাড়িতে রেখে আসে শ্বশুর বাড়ির সদস্যরা। কিন্তু আমি আমার স্বামীর সঙ্গে সংসার করতে চাই। তাই আজকে এই ধর্না শুরু করেছি।
advertisement
ইব্রাহীম সেখের জামাই বাবু মন্টু সেখ জানান, গত আড়াই বছর ধরে মায়া খাতুন সে বাপের বাড়িতে থাকতেন। স্বামী না থাকার সুবাদে এখানে অন্যজনের সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন। তবে ইব্রাহিম সেখ সদ্য বিবাহিত করেছে এটা সত্যি। তবে তার সংসার করার ইচ্ছা থাকলে আগে কেন এসে সংসার করেনি বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন গৃহবধূ মায়া খাতুন। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে নদীয়া ও পরে কোচবিহারে স্ত্রীর অধিকারের দাবি জানিয়ে ধর্নায় বসেন গৃহবধূ। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হল মুর্শিদাবাদে।
KOUSHIK ADHIKARY