তিনি বলেন, \"সকাল হলেই আমি অফিস চলে যাই, সেই সন্ধ্যায় বাড়ি ফিরি। তারমধ্যে ওর মা ওকে বাড়ির কাজ করার পরে এইসব কিছু শিখিয়েছে।\" মা মিষ্টু ঘোষ বলেন, \"আমার বাড়িতে সেইরকম ওর খেলার জায়গা নেই তাই ও সবসময় আমার পিছনে ঘুরে বেড়াতো । আমি যেই কাজই করতাম ও তা শেখার চেষ্টা করতো ।
advertisement
আরও পড়ুনঃ Murshidabad: বিভিন্ন জায়গায় মহা ধুমধামে পালিত হল ধর্মরাজের পুজো
আরও পড়ুনঃ Murshidabad: ভগবান বুদ্ধের পূর্ণাবয়ব মূর্তির প্রতিষ্ঠা কান্দি পৌরসভার উদ্যোগে
আমি একদিন লক্ষ্য করলাম আমি ওকে যেটা বলি সেটা ও মনে রেখে দেয়। পরে জিজ্ঞেস করলে আমাকে আবার বলতে পারে । তখন থেকেই ওকে শেখানোর চেষ্টা করি।\" ছেলের এই সাফল্যে খুশি তিনিও। তাঁর ইচ্ছা ছেলে বড়ো হয়ে ডাক্তার হবে। এই বিস্ময়কর শিশুর প্রতিভা দেখেই গর্বিত গোটা মুর্শিদাবাদ জেলা বাসী।
advertisement
Koushik Adhikary
Location :
First Published :
May 18, 2022 10:20 AM IST