যার চলছে জোর কদমে প্রস্তুতি।ছোটবেলা থেকেই প্রতিমা তৈরি মন কাড়ত কান্দির আলুপট্টি নিবাসী রূপম দাসের। জানা যায়, ২০১০ সালে প্রথম দুর্গা ঠাকুর তৈরি। ছোট বয়স থেকে দেখেই শিখেছেন প্রতিমা তৈরি করা।পরবর্তীতে পড়াশোনায় মন দেন। প্রতিমা তৈরি কারও কাছে শেখেননি রূপম। দেখে দেখেই প্রতিমা তৈরি করা শিখেছেন। মাটি, খড়, সুতো, কাঠ ইত্যাদি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করছেন।
advertisement
আরও পড়ুন:মুর্শিদাবাদের মহিলা ঢাকিরা এবার সুরুচি সংঘের পুজোয়! ঢাক বাজাবেন একই পরিবারের ননদ-জা-বউরা
বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করতে তার ভালো লাগে। প্রায় দেড় মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে দেবী দশভুজা তৈরি করেছেন। শুধু তাই নয়, আছে পিতলের অস্ত্র, ছোট্ট অস্ত্র তৈরি করানো হয়েছে এই বছর নদিয়া থেকে অর্ডার দিয়ে। তবে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি দুর্গাপুজোর।তাই জোর কদমে দিন রাত এক করে ছোট্ট প্রতিমা তৈরি করে চলেছেন শিল্পী রূপম দাস।
আরও পড়ুন:গ্লাসের সঙ্গে এবার বদলে যাবে চশমার ফ্রেমের রঙ! পুজোর ফ্যাশানে নয়া চমক
তার কাজে হাত লাগান পরিবারের অন্যান্য সদস্যরা। তাকে উৎসাহিত করে তোলেন প্রতিবেশী থেকে বন্ধু বান্ধব সকলেই।তবে পুজোর চারদিন যেমন মা দুর্গার পুজো হয়, সকলেই অন্য বড় প্রতিমার সঙ্গে এই ছোট্ট প্রতিমাতে পুজোর পুশ্পার্ঘ্য নিবেদন করে যেমন ভালো লাগে শিল্পীর, ঠিক ততটাই বেদনা ভার হয়ে যায় যখন মায়ের বিদায় হয়। তবে এই ছোট্ট প্রতিমা তৈরি করে সকলের কাছে বেশ মন জুগিয়েছেন রূপম দাস।
কৌশিক অধিকারী