বিধায়ক নাকি প্রতিশ্রুতি দিয়েছিলেন স্কুল শিক্ষক পদে নিযুক্ত করে দেবেন তাদের বাড়ির ছেলে মেয়েদের। কিন্তু দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও চাকরি দিতে পারেননি। আর তারপরে ফাঁসও হয় চাকরি দুর্নীতির কথা। তারপর নেতা-মন্ত্রীরা জেল হেফাজতে যান। তারপর থেকেই এই টাকা দেওয়া মানুষগুলো পড়েছেন অস্বস্তিতে। তারা না পাচ্ছেন টাকা ফেরত, না পাচ্ছেন চাকরি। আর তেমনই এক গোপন অডিও ক্লিপ এ বার ঘুরপাক খাচ্ছে সোস্যাল মিডিয়ায়। যদিও অডিওর সত্যতা যাচাই করেননি নিউজ 18 লোকাল।
advertisement
আরও পড়ুনঃ সেলফি তোলাই কাল হল! গঙ্গায় পড়ে নিখোঁজ যুবক? বন্ধুদের থানায় তলব
দাবি, বড়ঞার গোলাহাট গ্রামের গৃহবধূ গার্গী ঘোষের স্বামী দীপক মণ্ডলের সঙ্গে বিধায়ক জীবন কৃষ্ণ সাহার কথা রয়েছে অডিও ক্লিপে । শোনা যাচ্ছে, ৫ লক্ষ টাকা ফেরত দেওয়া নিয়ে আলোচনা হচ্ছে। সেখানেই বিধায়ক প্রশ্ন করছেন, কতো দেওয়া আছে? উত্তর আসছে, পাঁচ দেওয়া আছে। এর পরেই আশ্বাস, “একটু টাইম লাগবে দিয়ে দেব। সব দিতে পারব না। অল্প অল্প করে দেব।" এমনকি খাতা দেখে কল করার আশ্বাসও দেন বিধায়ক।
দীপক মণ্ডলের দাবি, দুই কন্ঠস্বরের একটি তাঁর এবং অন্যটি বিধায়ক জীবন কৃষ্ণ সাহার। পাশাপাশি অডিও ক্লিপটি তিনি ছড়াননি বলেও দাবি করেছেন দীপক। যদিও অভিযোগ অস্বীকার করে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বলেন, "আমি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে কাজ করি। যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাজ করি। মুখ্যমন্ত্রীর নির্দেশ দলের বিরুদ্ধে কেউ কাজ করলে তার বিরুদ্ধে যোগ্য ব্যবস্থা নেওয়া হবে। আমিও নির্দেশ মতোই কাজ করছি। সাধারণ মানুষের সেবার সঙ্গে যুক্ত। তাই মানুষ এই অভিযোগ বিচার করবেন। দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিচার করবেন।"
কৌশিক অধিকারী