বহু প্রাচীন এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন হলেও মাঝে কিছু কারণে তা বন্ধ হয়ে যায়। যদিও উদ্যোক্তারা নতুন করে এই উদ্যোগ গ্রহণ করে প্রাচীন রীতি মেনেই বিবাহিত ও অবিবাহিত পুরুষ ও মহিলাদের এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। দশমীর বিকালে খেলা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের পাঁচথুপি গ্রাম সহ একাধিক গ্রামে দুর্গাপুজোর রীতি ঐতিহ্য আজও বর্তমান।
advertisement
আরও পড়ুনঃ বহরমপুরে প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রতিমা নিরঞ্জন
তাই গ্রামের মানুষজন কে মনোরঞ্জন দিতে ও খেলার প্রতি আগ্রহ তৈরিত করতেই এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় বুধবার বিকেলে। খেলা শেষে বিজয়ী ও বিজীত দুই দলকেই ট্রফি তুলে দেওয়া হয় পারশালিকা দুর্গা পুজা কমিটির পক্ষ থেকে। কোভিড মহামারি পরিস্থিতির পর এবছর দুর্গাপুজো মেতে উঠেছেন আপামর বাঙালি। তবে, কোভিড প্রকোপ কম তেই এই বছর ফুটবল প্রতিযোগিতাতে মেতে উঠেছেন গ্রামের বিবাহিত ও অবিবাহিতরা।
Koushik Adhikary