জানা গিয়েছে, এই পরিবারগুলি দীর্ঘদিন ধরেই সরকারি খাস জমিতে বসবাস করলেও জমির কোন কাগজ ছিল না, তাই সরকারের তরফে এই উদ্যোগ । এতদিন তাঁদের নামে কোনও জমি না থাকায় সরকারের আবাস যোজনা , গীতাঞ্জলি প্রকল্পের সুবিধা নিতে পারছিলেন না। এখন তাঁদের নামে জমি হয়ে যাওয়ায় সরকারি আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে তাঁরা ঘরের ব্যবস্থা করতে পারবেন বলে জানিয়েছেন মহকুমা শাসক।
advertisement
আরও পড়ুন- ধান চাষের ক্ষতি সামাল দিতে মাঠে নামল কৃষি দফতর
আরও পড়ুন- পাচারের আগেই উদ্ধার ৩৬ লাখ টাকার সোনার বিস্কুট, BSF-এর হাতে পাকড়াও এক
আগামী দিনে আরও বেশ কিছু পরিবারের হাতে জমির কাগজ তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। সরকারী ভাবে এই পাট্টা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর সদর মহকুমা শাসক প্রভাত চট্টোপাধ্যায়, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস , হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ , হরিহরপাড়ার পঞ্চায়েত সমিতির সভাপতি সর্গিজা বেগম , হরিহরপাড়ার বিডিও রাজা ভৌমিক , ব্লক স্বাস্থ্য আধিকারিক মোঃ সাফি প্রমুখ। সরকারী ভাবে পাট্টা জমি পেয়ে খুশি প্রকাশ করেছেন চাষীরাও। সরকারের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
কৌশিক অধিকারী





