TRENDING:

Murshidabad Tourism: বড়দিন উপলক্ষে কান্দি নারায়ণধার পার্কে পর্যটকদের ভিড় 

Last Updated:

পর্যটকদের জন্য রবিবার দিনটি আরও আকর্ষণীয় করে তুলতে নারায়ণ ধার পার্ক এ বছর বিভিন্ন ভাবে সাজিয়ে তোলা হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: রবিবার ছিল বিশ্বপিতা প্রভু যীশুর জন্মদিন। শনিবার রাত থেকেই খ্রীষ্টান ধর্মবলম্বী মানুষজনরা বেশ মেতে উঠেছেন। সঙ্গ দিচ্ছেন বাঙালি। জাতপাত ভেদাভেদ আগেও ছিল না এখোনো নেই। সম্প্রীতির মেলবন্ধন আজীবন এই বাঙালি। উৎসব মানেই সেখানে প্রান খুলে আনন্দ করো এই একমাত্র চেনা ছবি সর্বত্র।
advertisement

২৫শে ডিসেম্বর উপলক্ষে রবিবার বিকেলে কান্দি নারায়ণ ধার পার্কে সাধারণ মানুষের ভিড়। পর্যটকদের জন্য রবিবার দিনটি আরও আকর্ষণীয় করে তুলতে নারায়ণ ধার পার্ক এ বছর বিভিন্ন ভাবে সাজিয়ে তোলা হয়েছিল। আজকে এই আনন্দে সামিল হয়ে আনন্দ ভাগ করে নিতে উপস্থিত ছিলেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌরী সিনহা বিশ্বাস সহ অন্যান্য পৌর সদস্যরা। আগত পর্যটকদের জন্য চকলেট তুলে দেওয়া হয় কান্দি পৌরসভার পক্ষ থেকে।পাশাপাশি প্রায় দশ হাজারের ওপর জনসাধারণ নারায়ণ ধার পার্কে ভিড় জমিয়ে ছিল।

advertisement

আরও পড়ুন: আবারও অনেকটাই দাম বাড়ছে দুধের, চিন্তায় মধ্যবিত্ত

প্রতিক্রিয়া দিয়েছেন বিধায়ক অপূর্ব সরকার, তিনি জানান কান্দি একটা ছোট্ট ও ঐতিহ্যবাহী শহর। এখানে অনেক বাচ্ছা রা রয়েছে এই এলাকায় অনেক দুঃস্থ মানুষ জনও রয়েছে।আজ ক্রিসমাস ডে বাচ্চাদের মধ্যে একটা আলাদাই অনুভূতি হয় আজ সান্তা-ক্লজ বাচ্চাদের কাছে উপহার নিয়ে হাজির হয়।এলাকার দুঃস্থ মানুষদেরও ইচ্ছে জাগে তাদের কাছেও কেউ উপহার নিয়ে পৌঁছোক। দীর্ঘদিন ধরেই আমাদের মধ‍্যে এই ধারা অব‍্যাহত রয়েছে বর্তমান পুরো বোর্ড সেই ধারা অব‍্যহত রেখেছে। এবছরও আজ এই পার্ক চত্বরে সাজিয়ে সকলেই বড়োদিনের আনন্দে মেতে উঠেছি।

advertisement

View More

আরও পড়ুন: সপ্তাহের শুরুতে কত হল সোনা-রুপোর দাম ? দেখে নিন এখনই!

আগত দর্শনার্থীরাও পৌরসভার এই উদ‍্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এবং মহতী আনন্দ উৎসবে বিধায়ক কে কাছে পেয়ে আবেগ বিহ্বলিত। সব মিলিয়ে আজ বড়োদিনের আনন্দ অন্বেষনে গিয়ে আমাদের ক‍্যামেরায় মিষ্টি মধুর খুনসুটি পূর্ন যথার্থই বড়োদিনের ছবি ক‍্যামেরাবন্দি হল। এভাবেই সকলের হাসি অমলিন থাকুক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির বাজারে দারুণ ডিম্যান্ড! ঘরে বসে 'এই' জিনিস বানিয়েই আয় করছেন দৃষ্টিহীনরা
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Tourism: বড়দিন উপলক্ষে কান্দি নারায়ণধার পার্কে পর্যটকদের ভিড় 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল