আজ পঞ্চমী। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো । কিন্তু দুর্গাপুজো এলেও মুখে হাসি নেই মুর্শিদাবাদ জেলার ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের। ইতি মধ্যেই সামশেরগঞ্জের ভাঙনে তলিয়ে যায় কয়েক দিন আগে দোতলা বাড়ি সহ পরপর পাঁচটি বাড়ি। মুর্শিদাবাদ জেলার গঙ্গা ভাঙন নতুন কিছু নয় ।বর্ষার জলস্তর বৃদ্ধি হতেই বা কমতেই এই ভাঙন লক্ষ্য করা যায়।
advertisement
আরও পড়ুন: পুজোয় হেয়ার স্টাইল দিয়ে নজর কাড়তে হবে তো? বাজার কাঁপাচ্ছে ব্ল্যাক চেরি কালার
মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের গঙ্গা তীরবর্তী গ্রাম ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম। আস্ত একটি দ্বিতল বাড়ি তলিয়ে যায় গঙ্গার নদীগর্ভে। যার কারণে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। একশো কোটি টাকা বরাদ্দ করে কাজ চলছে গঙ্গা ভাঙনের ।কিন্তু সেই কাজ করা হলেও আজও ভাঙনের জেরে সর্বশান্ত গ্রামের বাসিন্দারা ।মহেশটোলা গ্রাম থেকে প্রতাপগঞ্জের ডিস্কোমোড় সব তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে।
বর্তমানে ভাঙনের জেরে সর্বশান্ত গ্রামের বাসিন্দারা, কেউ স্কুলে কেউ বা ত্রিপল খাটিয়ে রাত্রি যাপন করছেন, ফলে পুজো এলেও তাদের মুখে হাসি নেই। তাদের এখন একটাই প্রার্থনা আর ভাঙন নয়। শান্ত হোক গঙ্গা ।
কৌশিক অধিকারী