৬০ বছর বয়স পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন। যখন নিজের দেশে ফিরে যাওয়ার জন্য চিন্তা করেন, তখন কৃষ্ণচন্দ্র হোতা স্বপ্নাদেশ পান। এক বছর পর কন্যাসন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী। এবং তার নাম দেওয়া হয় করুণাময়ী। কথিত, তিনি ছিলেন দেবীর ঐশী অংশ। পরবর্তীতে করুণাময়ী নামেই প্রতিষ্ঠা করা হয় মন্দির তথা কালীবাড়ি।
advertisement
কথিত আছে লালগোলার রাজা যোগেন্দ্রনারায়ণ রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেই কাল থেকে আজও পুজো হয়ে আসছে। আজও বহু মানুষ আসেন এই মন্দিরে কালীপুজো দিতে। কালীপুজোর আগে সেজে উঠছে মন্দির চত্বর।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2023 1:20 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Kali Puja 2023: করুণাময়ী রূপেই এখানে পূজিত হন কালী! মুর্শিদাবাদের বিষ্ণুপুর কালীবাড়ির মাহাত্ম্য জানুন