যদিও বালতিতে সত্যিই বোমা রয়েছে কি না তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল নাগাদ সামশেরগঞ্জের হাউস নগর ব্রীজ সংলগ্ন এলাকায় একটি পরিতক্ত জায়গা সাফাই অভিযান চলছিল। তখনই চারটি বালটি দেখতে পায় জেসিবির ড্রাইভার।বিষয়টি জানাজানি হতেই হইচই সৃষ্টি হয় এলাকায়। খবর দেয়া হয় সামসেরগঞ্জ থানার পুলিশকে।
advertisement
তারপরেই ঘটনাস্থলে এসে পৌঁছে ঘটনাস্থল ঘিরে রাখে সামশেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বোমা স্কোয়াড টিমকে। এদিকে পুলিশ সূত্রে খবর, সবকটি বালতিতে বোম আছে কি না স্পষ্ট না হলেও বালতিতে দুটি বোম নজরে এসেছে স্থানীয় বাসিন্দাদের। পুরো বিষয়টি খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ। ঘনবসতিপূর্ণ এলাকা ও রাস্তার ঠিক পাশেই এভাবে বোমাতঙ্ক ঘিরে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে গোটা এলাকায়।
advertisement
Koushik Adhikary
Location :
First Published :
December 29, 2022 6:10 PM IST