আরও পড়ুন: রেকর্ড-রেকর্ড-রেকর্ড! শুরু হতেই তাক লাগিয়ে দিল পদ্মা সেতু! কী হল জানেন?
মুর্শিদাবাদ জেলা পুলিশ (Murshidabad district police) সূত্রে জানা গিয়েছে, বোমা উদ্ধারের ঘটনায় কেবির সেখ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই ব্যক্তি পেশায় টোটোচালক। তবে এদিন সকালে পরিবারের সদস্যরা দাবি করেন, বোমা উদ্ধারের ঘটনায় কিছুই জানেন না কেবির সেখ। কেউ ষড়যন্ত্র করে ওই বোমা রেখে গিয়েছিল। গত দুই মাস আগে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হচ্ছিল। তারপরে জেলায় সেইভাবে আর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। তবে শুক্রবার সকালে বোমা উদ্ধারের পর চাঞ্চল্য ছড়ায় কান্দিতে।
advertisement
অন্যদিকে, বৃহস্পতিবার বিকেলে ডোমকলে সালিশি সভায় চলল গুলি৷ মৃত্যু হয় এক ব্যক্তির। তারপরেই কান্দি থানার অন্তর্গত শাসপাড়া গ্রামে তাজা বোমা উদ্ধার৷ কে কীভাবে এই বোমা মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
কৌশিক অধিকারী