আরও পড়ুন: পঞ্চায়েত মন্ত্রীর এলাকায় তৈরি হয়েও পড়ে আছে বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র
এই বিষয়টি নিয়ে বিস্তারিত বলার আগে আরও কয়েকটা কথা বলা যাক। অন্দরসজ্জার জন্য ফুলের গাছের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। বহরমপুর শহরের বিভিন্ন প্রান্তে বসেছে ফুলের অস্থায়ী দোকান। গাছগুলি ১০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। গোলাপ ফুলের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে চন্দ্রমল্লিকা, ডালিয়া, গেজেনিয়া, জারবেরা সহ বিভিন্ন প্রজাতির মরশুমী ফুল। বর্ষার মরশুম পড়তেই চারা কেনার হিড়িক পড়েছে শহরের প্রতিটি দোকানে। শুধু মুর্শিদাবাদ জেলা নয়, পাশ্ববর্তী বীরভূম ও নদিয়া জেলা থেকেও ভিড় জমাচ্ছেন ক্রেতারা। বাড়ির সৌন্দর্যয়নের জন্য অনেকেই গাছ ক্রয় করে থাকেন। তবে এই গাছ কিনলেই হবে না, জানতে হবে গাছের সঠিকভাবে পরিচর্যার পদ্ধতি।
advertisement
বিক্রেতারা জানাচ্ছেন, গাছে শুধু জল দিলেই হবে না, নিদিষ্ট ভাবে দিতে সার। কেঁচো সার, জৈব সার সহ গাছের পরিচর্যা করলে তবেই গাছের যত্ন নেওয়া যাবে। বিক্রেতারা জানান, বর্ষার মরশুমে তিন মাস ভাল বিক্রি হয় মরশুমী ফুলের চারা। এবারও বর্ষা শুরু হতেই বিক্রি বেড়েছে। ফুলপ্রেমীরা এখন বর্ষার সময় ফুল কিনতে ছুটছেন নার্সারি থেকে শুরু করে শহরের ছোট ছোট চারা গাছ বিক্রির দোকানে। কারণ বর্ষার সময় ফুল ফোটে খুব ভালে। ফুলের পাশাপাশি বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধনকারী গাছ ও সবজির চারাও।
কৌশিক অধিকারী