ধৃতের বাড়ি বেলডাঙা থানার অন্তর্গত মঝ্যমপাড়া এলাকায়। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। কী কারণে এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল তা জানতে তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।
আরও পড়ুন: মাথাভাঙা মহকুমা হাসপাতালকে সুপার স্পেশালিটি করার দাবি
তবে শুধু শুক্রবার নয়, বৃহস্পতিবারেও উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। ওই ঘটনাতেও আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। তার নাম আশারুল খান। পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার ভোরে বেলডাঙা থানার মির্জাপুর এলাকায় আশারুল খানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। কী কারণে বাড়িতে আগ্নেয়াস্ত্র রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। আগামী সোমবার সাগরদিঘি বিধানসভার উপ নির্বাচন। তার আগে পরপর দু'দিন বেলডাঙায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
কৌশিক অধিকারী