মঙ্গলবার রাত্রে সূত্র মারফত খবর পেয়ে সাগরপাড়ার সাহেবনগরে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই সশস্ত্র অবস্থায় মিলন শেখকে গ্রেফতার করা হয়। বারবার সাগরপাড়া সহ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনায় চিন্তা বাড়ছে প্রশাসনের। বিশেষ করে পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসায় জেলা থেকে বোমা-বন্দুক উদ্ধারের ঘটনা যেন কয়েকগুণ বেড়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুন: সাইবার ক্যাফের আড়ালে মাধ্যমিকের জাল মার্কশিট তৈরির কারবার! আসল-নকলের ফারাক করা মুশকিল
জেলা পুলিশে সূত্রে খবর, সীমান্তবর্তী এলাকা হওয়ায় সাগরপাড়া বরাবরই স্পর্শকাতর জায়গা। এখানে দুষ্কৃতীদের রমরমাও বেশি। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে বারবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হতে থাকায় স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে। উল্লেখ্য, এক মাস আগে গত ১ মার্চ সাগরপাড়ার শিরোচর ব্রিজ এলাকা থেকে সাজরুল মোল্লা নামে একজন যুবককে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি দেশি পাইপ গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল। গত কয়েক মাস ধরেই বারবার অস্ত্র উদ্ধার হচ্ছে এই এলাকা থেকে। ফলে সাগরপাড়ার নজরদারি আরও বাড়ানো হয়েছে।
কৌশিক অধিকারী