মুর্শিদাবাদ জেলায় এই রাস্তার শুরু হয়েছে বড়ঞা ব্লক থেকে। যা শেষ হয়েছে ফরাক্কাতে। কিন্তু বড়ঞা থেকে খড়গ্রাম, নবগ্রাম পর্যন্ত বিস্তীর্ণ রাস্তা রক্ষণাবেক্ষণের অভাবে মরণফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই বড় বড় খানা খন্দ গর্ত যেন পরিণত হয়েছে পুকুরে। কোথাও কোথাও হাঁটু সমান জল জমে আছে। জল জমে থাকার জেরে সমস্যায় পড়েছেন নিত্য যাত্রী থেকে পথচলতি সাধারণ মানুষ। বারবার আন্দোলন করেও কোন সুরাহা হয়নি। যার ফলে দৈনন্দিন বেড়ে চলেছে এই রাজ্য সড়কের ওপর দুর্ঘটনা। কবে রাস্তা ঠিক হবে তা আদৌ কেউ জানে না। ভোট আসে ভোট যায়। ভোট বৈতরণী পার হয়ে গেলেও সমস্যার সমাধান হয়না। বর্ষার মুখে বড় বড় গর্ত তো আছেই, জল জমে থাকার জেরে দুর্ঘটনা ঘটছে প্রায়শই।
advertisement
আরও পড়ুন: 'নিধন নয়, উদ্ধার করুন', সর্প রক্ষায় ৫১ বছর ধরে নবগ্রামে চলছে মনসা পুজো
এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তা খারাপের জেরে প্রতিদিন দুর্ঘটনা বেড়ে চলেছে। তবুও প্রশাসনের কোনো হেলদোল নেই। সমস্যার সমাধান হয়নি। বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা জানালেন, বাদশাহী সড়ক দীর্ঘদিন ধরেই খারাপ। রক্ষণাবেক্ষণের পঞ্চাশ শতাংশ টাকা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা কিন্তু সেই টাকা মঞ্জুর করেনি কেন্দ্র। আশাকরি এই বাদশাহী সড়কের সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে। এই রাস্তা কবে ঠিক হবে তার দিকেই তাকিয়ে আছেন এলাকার বাসিন্দারা।
কৌশিক অধিকারী