পুলিশ তদন্ত নেমে তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে সুতি থানার বাসিন্দা আব্দুল আলিম সেখ নামে আরও একজনকে গ্রেফতার করে মঙ্গলবার রাতে। ধৃতের কাছ থেকে অভিযান চালিয়ে মোট ৯টি মোটর বাইক উদ্ধার করা হয়। কী কারণে এই মটর বাইক রাখা হয়েছিল তারও তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। পাশাপাশি ৫৯ হাজার টাকা জাল নোট উদ্ধার করা হয় বলে জানান পুলিশ আধিকারিক।
advertisement
আরও পড়ুন : গ্যাসের ভর্তুকি ঢুকবে বলে ফোন, ওটিপি জেনে নিয়ে অ্যাকাউন্ট ফাঁকা করে দিল প্রতারকরা
২০১৬ সালে নোট বন্দি হলেও, জাল নোটের কারবার বন্ধ হয়নি। অভিযোগ, মূলত মালদা ও মুর্শিদাবাদ জেলায় এই জাল নোটের রমরমা কারবার। আর তাতেই চিন্তিত পুলিশ প্রশাসন। যদিও পুলিশের পক্ষ থেকে একাধিকবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে আগেই। ফের আবারও জাল নোট উদ্ধারের ঘটনায় চিন্তিত জেলা পুলিশ। ধৃত তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে আরও তদন্ত করা হবে বলে জানানো হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।