বুধবার ওই গৃহবধূ এবং তার প্রেমিককে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয় সামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ বছর আগে পুরুলিয়ার নিতুরিয়া থানার অন্তর্গত মেকাতলা গ্রামের মেয়ে রিঙ্কু রাউথ রায়ের সঙ্গে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের রতনপুরের যুবক রাজেশ দাসের বিয়ে হয়। পরিবারের সম্মতিতে বিয়ে হওয়ার পর তাদের চারটি সন্তানও হয়। কিন্তু তিন সন্তানকে রেখে ও কোলের সন্তান নিয়ে হঠাৎ পুরুলিয়ার এক পুরাতন প্রেমিকের সঙ্গে পালিয়ে যান ওই গৃহবধূ।
advertisement
আরও পড়ুন – Astro Tips: শাওয়নের বিনায়ক চতুর্থীতে তৈরি হয়েছে বিরল যোগ, একাধিক রাশির সৌভাগ্যের তুফান
বহু খোঁজাখুঁজি করেও না পেয়ে বিষয়টি নিয়ে সামশেরগঞ্জ থানার দ্বারস্থ হন স্বামী রাজেশ দাস। স্ত্রীকে অপহরণ করার অভিযোগে মামলা দায়ের করেন তিনি। তারপরেই শুরু হয় তদন্ত।
আরও পড়ুন – Moon: কুর্নিশ শিক্ষক, পিভিসি পাইপ দিয়ে বানালেন টেলিস্কোপ, দেখা যাচ্ছে চাঁদের গহ্বর
অবশেষে প্রায় সাত মাস পর উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের পুঁই পুকুর ক্ষুদিরাম পল্লী এলাকা থেকে গৃহবধূ রিঙ্কু রাউথ রায় এবং তার প্রেমিক ধর্মেন্দ্র বাউড়িকে গ্রেফতার করে সামশেরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবারই তাদের থানায় নিয়ে আসা হয়। বুধবার ধৃত গৃহবধূ ও তার প্রেমিককে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়।
সূত্রের খবর, ওই গৃহবধূ এখন থাকবেন কোথায়? প্রেমিকের কাছে? না স্বামীর কাছে? তা নিয়ে আদালতে গৃহবধূ এবং তার প্রেমিকের বয়ানের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
Kaushik Adhikary