পুজোর চারদিন ছুটি তো নাহয় পাওয়া গেল কিন্তু ট্রেন বা ফ্লাইটের টিকিট বুকিং তো আর নিমেষেই পাওয়া যায় না। তার ওপর রয়েছে থাকার জায়গা মানে হোটেলের বন্দোবস্ত। কিছুই তো আগে থেকে ঠিক করা নেই। তাহলে সেই চার দেওয়ালের মধ্যে! আরে অতো অধৈর্য হবেন না। আছে আছে। মন ভাল করার জন্য কাছে পিঠে ঘুরে আসারও জায়গা আছে।
advertisement
আরও পড়ুন – Durga Puja 2023: প্রায় ৩০০ বছরের পুরানো রায় পরিবারের দুর্গা পুজো, পুজোর সঙ্গে জড়িয়ে একেবারে অন্য নিয়ম
দুর্গাপুজোর মধ্যে আনন্দে ছুটি কাটাতে চান, তাহলে ঘুরে আসতেই পারেন হাতের কাছে সুভাষ উদ্যানে। পরিবার নিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য দারুণ জায়গা। কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে গোকর্ণ এলাকায় পুকুর কে কেন্দ্র করে ৬০ বিঘা জমির ওপর তৈরি করা হয়েছে এই উদ্যান।
পার্কের মধ্যে ঢুকলেই দেখা যাবে নানা মূর্তি। আছে সিমেন্টের হাতি, গরু, ডলফিন, গন্ডার ও বিভিন্ন প্রজাতির ছাগল। সঙ্গে আছে বিশাল আকারের বাগান। ফুল থেকে আরম্ভ করে বিভিন্ন গাছ। যা নজর কাড়বে সকলের। তবে পার্কের মধ্যে মাছ ও নানা ধরনের পাখির দেখা মিলবে অনায়াসেই। কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে গত এক বছর আগে ৮ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মাণ করা হয়েছে সুসজ্জিত নেতাজী সুভাষ উদ্যান। পুজোর মধ্যে বাচ্চাদের নিয়ে ছুটি কাটাতে একদিন বা এক বেলার জন্য আসা যেতে পারে এই পার্কে।
Kaushik Adhikary





