মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় থিমের চমক এবছর। বহরমপুরের বিভিন্ন দুর্গা পুজোর পাশাপাশি বহরমপুরে সৈদাবাদে তৈরি করা হচ্ছে তুষার তীর্থ অমরনাথ। এই বছর ৮০ তম বর্ষে পদার্পণ করল মধ্য সৈদাবাদ সরস্বতী মণ্ডপের দুর্গাপুজো কমিটি। আর প্রতি বছরের মতো এইবছরও নতুন থিম নিয়ে হাজির এই পুজো কমিটির সদস্যরা। পুজোর প্রস্তুতি তুঙ্গে। দুর্গম অমরনাথের আদলে তৈরি হয়েছে মণ্ডপ যা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে শহরবাসী।
advertisement
আরও পড়ুন: পুজোর মধ্যেই ৩০৭৬২ জনকে চাকরি! বাংলার কর্মহীনদের জন্য বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী!
বিগত বেশ কয়েক বছর ধরেই থিমের পুজো করছে মধ্য সৈদাবাদ সরস্বতী মণ্ডপ দুর্গাপুজো কমিটি। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, এইবছরও নতুন থিম নিয়ে হাজির তারা। এবার বর্ফানি বাবার মন্দিরের সঙ্গে রয়েছে বনকাপাশি সজ্জায় মা দুর্গার প্রতিমা। ফলে পুজোর প্রস্তুতি তুঙ্গে। আর এই পুজোর থিম শহর ছাড়িয়ে রাজ্যবাসীরও নজর কাড়বে বলেই আশাবাদী পুজো কমিটির সদস্যরা। তবে প্যান্ডেল সজ্জাতেও ব্যবহার করা হচ্ছে নানান মূর্তি। মণ্ডপের ভিতরে কৃত্রিমভাবে শীততাপ নিয়ন্ত্রিত করার চিন্তাভাবনা করা হয়েছে পুজো কমিটির পক্ষ থেকে। যা নজর কাড়বে সকলের বলে আশা করছেন তারা।
কৌশিক অধিকারী।