আরও পড়ুন Durga Puja 2022: দেবদেবীদের অস্ত্রভান্ডার, উলুবেড়িয়ার গ্রামে যেন এক রূপকথা
বর্তমান ঘোষাল বাড়ির সদস্যরা জানিয়েছেন “৩৬০ বছরের প্রাচীন এই পুজোতে দূর দুরান্ত থেকে আত্নীয় স্বজনরা আসেন, পুজোর চার দিন ভোগ হয় বিভিন্ন ভাবে৷ সপ্তমী তে ৭টি পদে, অষ্টমীতে ৮টি পদে ও নবমীতে ৯টি পদে ভোগ দেওয়া হয়৷ দশমীতে ইলিশ মাছের ভোগ দেওয়া হয়৷ বাসি লুচি ও শাক দিয়ে ভোগ দেওয়ার পর নিরঞ্জন দেওয়া হয় দেবীকে ভাগীরথীর তীরে। দেবীর জন্য ডাকের সাজ আসে কাটোয়া থেকে, ঢাকি আসে মিঠিপুর থেকে।”
advertisement
আরও পড়ুন: এ বাড়ির পুজো মানেই সংস্কৃতির উৎসব, অনন্য কোন্নগরের ঘোষাল বাড়ির পুজো
বংশ পরম্পরায় ঢাকি ও পুরোহিত আসেন এই বাড়ির পুজোতে অংশ নিতে। চিরা চরিত প্রথা অনুযায়ী সপ্তমী সকালে পালকিতে করে নবপত্রিকা কলা বউকে স্নান করাতে নিয়ে যান বাড়ির সদস্যরা। এই ভাবেই বংশ পরম্পরায় চলে আসে এই পুজো। শুধু প্রাচীন দিক থেকে নয়, সাবেকি আনা ছোয়া আছে বর্তমান এই বাড়ির পুজোতে । পুজোর চারদিন আনন্দ উৎসবে মেতে ওঠেন বাড়ির ছোট থেকে বড় সকল সদস্যরা। পুজো শেষ হলেই দেবী দশভুজাকে নৌকা বাইচ করে প্রতিমা বিসর্জন করা হয় ভাগীরথী নদীতে। যা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষজন।
কৌশিক অধিকারী






