উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন খাদ্য সামগ্রী থেকে হস্তশিল্প সামগ্রী নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে। মোট ৪০টি ষ্টল রাখা হয়েছে এই বছরজর জেলা সবলা মেলাতে।
আরও পড়ুন South 24Parganas News: গঙ্গাসাগরে হাজির দুই মস্ত বড় বাঘমামা!
মুর্শিদাবাদ জেলা ছাড়াও পার্শ্ববর্তী বীরভূম ও নদিয়া জেলা থেকে বিভিন্ন স্বর্নিভর গোষ্ঠীর সদস্যরা উপস্থিত হয়েছেন। ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাস৷ এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সৌমিক হোসেন, সাহিনা মমতাজ সহ বিশিষ্ট ব্যক্তিরা।
advertisement
এবছর সবলা মেলাতে ৪০টি ষ্টলে স্বল্পমূল্যে ও গুণগত মান বজায় রেখে সামগ্রীগুলি তৈরি করা হয়েছে বলে জানা গেছে। এই উদ্যোগকে সফল করতে মুর্শিদাবাদ জেলা জুড়ে শুরু হয়েছে জোর প্রচার। প্রশাসনের আশা, এই প্রয়াস সফল হবে। খুলে যাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য নতুন দিশা।
আরও পড়ুন Hooghly News: হুগলিতে বন্দেভারতে ছোঁড়া হল পাথর, জানলার কাঁচ চূড়মার
শুধু স্টলের সম্ভার সাজিয়ে বসবেন গোষ্ঠীর মহিলারা এমনটা শুধু নয়। থাকছে জেলার খ্যাতনামা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানও ।অন্যদিকে মহিলাদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী সাধারণ মানুষের নজর কাড়ছে। এছাড়াও মেলায় পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের পিঠে থেকে হরেক রকমের খাবার।
কৌশিক অধিকারী