জানা গিয়েছে, গত ২৫ অগস্ট থেকে কেশাইপুর মোড় থেকে দুর্গা মন্দির পর্যন্ত প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে রাস্তার ওপর জমে রয়েছে বৃষ্টির জল। কিশোরপুর এলাকায় নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় ১০ দিন ধরে জমে রয়েছে নোংরা জল। যার ফলে নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে পথচারি সবাইকে। শুধু তাই নয়, এই নোংরা জল পাড় করেই এলাকার বাসিন্দাদের কাজে যেতে হচ্ছে। এদিকে নোংরা জমা জল থেকে বাড়ছে মশার উপদ্রব, ছড়াচ্ছে রোগ। এই দুরবস্থার দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
advertisement
আরও পড়ুন: লোকনাথ ভক্তদের জন্য রাস্তার পাশের জলছত্রে এলাহী আয়োজন
এলাকার বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়েই ছাত্রছাত্রীরা স্কুলে যায়। এলাকার বাসিন্দারাও যে কোনও কাজে যেতে হলে এই রাস্তা ব্যবহার করে থাকেন। তবে রাস্তায় জল জমে যাওয়ায় চলাচলের অসুবিধা হচ্ছে। আর এই জমা জলের ফলে ডেঙ্গির আতঙ্ক তৈরি হয়েছে। এমনিতেই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় জমা জল না দ্রুত নিষ্কাশন না হলে ডেঙ্গি বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা গ্রামবাসীদের।
গ্রামের বাসিন্দাদের এও অভিযোগ করেন, সামান্য বৃষ্টিতেই জল জমে যায় এলাকায়। মূলত নিকাশী নালার অভাবের কারণেই এই সমস্যার সম্মুখীন হতে হয়। বারবার ব্লক প্রশাসন এমনকি পঞ্চায়েতকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। যদিও সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন ব্লক প্রশাসনিক আধিকারিকেরা। বিডিও রাজা ভৌমিক জানান, অতি দ্রুত সমস্যার সমাধান করা হবে। একটি কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজন হলে নিকাশি নালার সমস্যা ও রাস্তা করে দেওয়া হবে পঞ্চায়েত সঙ্গে কথা বলে। এখন দেখার কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পান কিশোরপুরের বাসিন্দারা।
কৌশিক অধিকারী