পাশাপাশি, ডেঙ্গি প্রতিরোধ করার জন্য সাধারণ বাসিন্দাদের উদ্দেশে একটি পদযাত্রা করা হয়। এই বিশেষ বৈঠকে ফরাক্কা ব্লকে প্রতিটি অঞ্চলে ডেঙ্গি প্রতিরোধ করার জন্য বিশেষ নজর দেওয়ার বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জঙ্গিপুরের মহকুমা শাসক, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, ফরাক্কা ব্লকের বিডিও জুনাইড আহমেদ, ফরাক্কা ব্লক মেডিক্যাল অফিসার ডক্টর সজল কুমার পণ্ডিত, ফরাক্কা পঞ্চায়েত সমিতি সভাপতি আবুল কাদের সহ সভাপতি প্রেম কুমার ঘোষ সহ একাধিক বিশিষ্ট জন।
advertisement
আরও পড়ুনঃ সামশেরগঞ্জে ও রঘুনাথগঞ্জে কি এমন ভয়াবহ ঘটনা ঘটল? শুনলে চমকে যাবেন আপনিও!
মুলত ডেঙ্গি নিয়ন্ত্রণে আনার জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে গোটা জেলা জুড়েই। ডেঙ্গি হলে কিভাবে বুঝবেন। ডেঙ্গি জ্বরে সাধারণত তীব্র জ্বর এবং সেই সঙ্গে শরীরে প্রচণ্ড ব্যথা হয়। জ্বর ১০৫° ফারেনহাইট পর্যন্ত হতে পারে। শরীরে বিশেষ করে হাড়, কোমর, পিঠ-সহ অস্থিসন্ধি ও মাংসপেশিতে তীব্র ব্যথা হয়। এছাড়া মাথাব্যথা ও চোখের পিছনে ব্যথা অনুভব হতে পারে।
আরও পড়ুনঃ বহরমপুরে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে মারধরের ঘটনায় গ্রেফতার ১৪
জ্বর হওয়ার চার বা পাঁচ দিনের সময় সারা শরীরে লালচে র্যাশ দেখা যায়। এর সঙ্গে বমি বমি ভাব এমনকি বমিও হতে পারে। ফলে এই সমস্ত রোগের লক্ষণ দেখা দিলেই অবশ্যই নিকটতম স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে অতি অবশ্যই চিকিৎসা করানো বাঞ্ছনীয় বলে দাবি করেছেন চিকিৎসকেরা।
Koushik Adhikary