মৃতের মা মৌপি বেওয়া জানান, "গত পনেরো দিন আগে কাজে গিয়েছিল বাজরুল সেখ। কুড়ি টাকা নিয়ে চা খেতে যায়। তবে তারপর থেকে নিখোঁজ ছিল। তারপর ওখান থেকে স্হানীয় পুনামাল্লি পুলিশ প্রশাসন আমাদেরকে জানায় সে মারা গেছে। তার দেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দেহ ময়না তদন্ত করা হয়েছে। বুধবার গ্রামের বাসিন্দাদের ঐকান্তিক প্রচেষ্টায় দেহ ফিরিয়ে আনা হচ্ছে। আমার ছেলেকে খুন করা হয়েছে, স্হানীয় কেও আমার ছেলেকে খুন করেছে। বাইরে গেলেও সেখানে স্হানীয় ভাষা জানত না, ফলে কেও শত্রু ছিল না। তবে কেন এমন ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছি না। আমরা সঠিক তদন্তের দাবি করছি।" (Murshidabad News)
advertisement
নিমতিতা গ্রাম পঞ্চায়েতের সদস্য সাদিকুল রহমান জানান, "গত ২১শে ফেব্রুয়ারি দুপুরে আবির নামক এক ছেলে আমাদেরকে ফোন করে। তারপর অনেক খোঁজাখুঁজি হলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তারপর আমাদের কে জানানো হয়, আমরা পুলিশে অভিযোগ করেছি। কোনও রকমে সংসার চালানোর জন্য ভীন রাজ্যে কাজে গিয়েছিল। তারপর মৃত্যুর খবর পাই আমরা। তবে দেহ ফিরিয়ে আনতে ৯০ হাজার টাকা দরকার। আমরা স্হানীয় বাসিন্দারা টাকা জোগাড় করে দেহ ফিরিয়ে নিয়ে আসছি। তবে যেভাবে ভীন রাজ্য পরিযায়ী শ্রমিকেরা কাজে গিয়ে হত্যা হচ্ছে, তামিলনাড়ু রাজ্যে এই পরিযায়ী শ্রমিকদের মারধর করা হচ্ছে তার আমরা তদন্ত দাবি করছি।"
Koushik Adhikary