আরও পড়ুন: হাওড়ার গ্রামে তৈরি তানপুরা, সেতার, এসরাজ বিদেশ পাড়ি দিচ্ছে
বর্তমানে বর্ষার মরশুমে প্রশাসনের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে গঙ্গায় লাইফ জ্যাকেট ছাড়াই চলছে ঝুঁকির পারাপার। স্কুল পড়ুয়া থেকে শুরু করে জন সাধারণ গাদাগাদি করে যাতায়াত করছে। অঘটনের আতঙ্ক মাথায় নিয়ে নৌকায় উঠে পারাপার করছে সবাই। এই অবস্থায় যেকোনও দিন বড় দুর্ঘটনা ঘটতে পারে।
advertisement
মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুরে একাধিক গঙ্গা ঘাট আছে। নদীর এপার থেকে ওপারে যাওয়ার প্রধান মাধ্যম নৌকা। জীবনের ঝুঁকি নিয়েই নিত্যদিন নৌকা পারাপার করছেন যাত্রীরা। ফলে দুর্ঘটনা ঘটলে যাত্রীদের প্রাণ বাঁচানোর কোনও উপায় বা ব্যবস্থা নেই। গোটা ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা। তাঁদের অভিযোগ বিষয়টিতে প্রশাসন নজর না দেওয়াতেই এই অবস্থা।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
September 13, 2023 7:05 PM IST