মূল দাবি রাখা হয়, বিক্ষোভ কারীদের সামনে অবিলম্বে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন তালিকা ঘোষণা করা হোক বা যারা এখনও মাটির বাড়িতে বসবাস করে পাকা বাড়ি করার সামর্থ্য নেই তাদের নাম নথিভুক্ত করা হোক। পাকা পাকি ভাবে বড়ঞা বিডিওর আশ্বাস না পাওয়া অব্দি এই বিক্ষোভ চালাবেন বলেও তারা জানান পরে বিক্ষোভ কারীরা। যদিও পরে যথাযথ দাবি শুনে তাদের পাশে থাকার আশ্বাস দেন বড়ঞার বিডিও মনিশ নন্দী।
advertisement
আরও পড়ুনঃ কান্দিতে ৪৪ তম নাট্যোৎসব, হারাতে বসা রায়বেঁশে নাচ দেখলেন দর্শকরা
আবাস যোজনা নিয়ে দিকে উঠছে অভিযোগ। কোথাও পাকা বাড়ি, কোথাও বা পঞ্চায়েত প্রধান সহ সদস্যদের বাড়ি ।ইতি মধ্যেই কড়া মনোভাব নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আবাস যোজনা নিয়ে গ্রামীণ এলাকায় নিত্যদিন চলছে তদন্ত । বাদ যাচ্ছে একাধিক ব্যক্তির নাম। তবুও যেন কোথাও খামতি থেকেই যাচ্ছে। যা নিয়ে বিরোধী রাজনৈতিক দল ফায়দা তুলতে মরিয়া। কংগ্রেসের পক্ষ থেকে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়।
Koushik Adhikary