TRENDING:

Panchayat election 2023: রণক্ষেত্র ডোমকল, মার খেয়েই সাগরদিঘি মডেলে বাম-কংগ্রেস! ফল মিলল হাতেনাতে

Last Updated:

মুর্শিদবাদে কয়েক মাস আগে উপনির্বাচনে জোট বেঁধে লড়ে জয় পেয়েছিল বাম-কংগ্রেস৷ কিন্তু কংগ্রেসের সেই জয়ী প্রার্থী বায়রন বিশ্বাস ইতিমধ্যেই শাসক দলে নাম লিখিয়েছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডোমকল: মনোনয়ন পত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনেই চরম উত্তেজনা ছড়াল জেলায় জেলায়৷ মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো একাধিক জেলায় বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া, হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে৷
শনিবার ডোমকলের বিডিও অফিসের বাইরে দেখা গেল এমন ছবি৷
শনিবার ডোমকলের বিডিও অফিসের বাইরে দেখা গেল এমন ছবি৷
advertisement

Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল )  Check LIVE

এর মধ্যে সবথেকে বেশি উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলে৷ গতকালই মুর্শিদাবাদের খড়গ্রামে এক কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে৷ তার পর এ দিন সকালে মনোনয়ন জমাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ডোমকল৷

advertisement

আরও পড়ুন: মুর্শিদাবাদে কংগ্রেস কর্মী হত্যাকাণ্ডে জেলা সভাপতিদের সঙ্গে কথা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের, চাওয়া হল সব তথ্য

অভিযোগ, এ দিন সকাল থেকেই ডোমকলের বিডিও অফিসের গেট সকাল থেকেই ঘেরাও করে রেখেছিল তৃণমূলের কর্মী সমর্থকরা৷ সিপিএম, কংগ্রেসের প্রার্থী ও সমর্থকরা মনোনয়ন জমা দিতে গেলে তাঁদের মারধর করে মনোনয়নে বাধা দেওয়া হয় বলে অভিযোগ৷ ফলে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়৷ বিরোধী দলের প্রার্থীদের ঘিরে ধরে বাঁশ, লাঠি দিয়ে মারধরের ছবিও ধরা পড়েছে ক্যামেরায়৷

advertisement

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী৷ এমন কি, লাঠি হাতে রাস্তায় নামানো হয় সিভিক পুলিশ কর্মীদেরও৷ সবমিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা৷

আরও পড়ুন: জেলে অনুব্রত, গুড় বাতাসাও অতীত? মনোনয়নের প্রথম দিনই বীরভূমে খাতাই খুলল না তৃণমূলের

শাসক দলের দাপটে প্রথমে পিছু হঠলেও পরে একজোট হয়ে বড় জমায়েত করে মনোনয়ন জমা দিতে যান বাম এবং কংগ্রেস প্রার্থীরা৷ পুলিশি নিরাপত্তারও ব্যবস্থা করা হয়৷ এবার ঐক্যবদ্ধ বিরোধী পক্ষের সামনে পিছু হঠতে বাধ্য হয় শাসক দলের কর্মী সমর্থকরা৷ যদিও বিরোধীদের উপরে আক্রমণের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতারা৷

advertisement

মুর্শিদবাদে কয়েক মাস আগে উপনির্বাচনে জোট বেঁধে লড়ে জয় পেয়েছিল বাম-কংগ্রেস৷ কিন্তু কংগ্রেসের সেই জয়ী প্রার্থী বায়রন বিশ্বাস ইতিমধ্যেই শাসক দলে নাম লিখিয়েছিলেন৷ তার পরেও তৃণমূলকে পরাস্ত করতে সাগরদিঘি মডেলের উপরে আস্থা অটুট রয়েছে কংগ্রেস এবং বাম নেতৃত্বের৷ গতকালই পঞ্চায়েত ভোটেও নিচুতলায় বামেদের সঙ্গে জোট বাঁধার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদিও পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কংগ্রেসের সঙ্গে জোেটর পথে না হেঁটে জেলা পরিষদের সব আসনে প্রার্থী দিয়েছে বামেরা৷ তবে ডোমকলের ঘটনা ফের প্রমাণ করল, পঞ্চায়েত ভোটে নিচু তলায় বাম-কংগ্রেস জোট বাঁধলে শাসক দলকে প্রতিরোধের মুখে পড়তে হবেই৷

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Panchayat election 2023: রণক্ষেত্র ডোমকল, মার খেয়েই সাগরদিঘি মডেলে বাম-কংগ্রেস! ফল মিলল হাতেনাতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল