মুর্শিদাবাদ: ৩ জুন বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে জ্বালানি খরচ বাঁচিয়ে সাইকেল চালানোর বার্তা দিতে আয়োজিত হল বর্ণাঢ্য র্যালি। শনিবার সকালে বাইসাইক্লিস্ট অফ মুর্শিদাবাদের পক্ষ থেকে বহরমপুরে ডিএম বাংলো সংলগ্ন এলাকায় এই র্যালির আয়োজন করা হয়।
দীর্ঘ ৫ কিলোমিটার পথ অতিক্রম করে এই সাইকেল র্যালি। এরই পাশাপাশি শনিবার বিকেলে মুর্শিদাবাদের নওদা থানার আমতলা এলাকা থেকেও একটি সাইকেল র্যালি বের হয়।
পরিবেশকে বাঁচাতে কমানো দরকার দূষণ। আর বায়ু দূষণ কমাতে হলে সবার আগে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। সেই কারণেই পেট্রল-ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে সাইকেলকে বিকল্প বাহন হিসেবে বেছে নেওয়ার বার্তা দেওয়া হল এই র্যালিতে।
অবশ্য শুধু পরিবেশকে রক্ষা করা নয়, নিয়মিত সাইকেল চালালে নিজেকেও রক্ষা করা যায়। অন্তত চিকিৎসকরা তেমনই বলে থাকেন। বাত, জয়েন্ট পেন, ডায়াবেটিস ইত্যাদি বিভিন্ন রোগের মোকাবিলার ক্ষেত্রে নিয়মিত সাইকেল চালানো অব্যর্থ ঔষুধি হিসেবে কাজ করে। এই বার্তাগুলোই তুলে ধরা হল বিশ্ব সাইকেল দিবসের অনুষ্ঠানে।