সুত্রের খবর, রবিবার বিকেলে মালদার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল মটর বাইক নিয়ে নয়জন বাইক রাইডার। একই রাস্তা দিয়ে চার চাকা নিয়ে যাচ্ছিলেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের ভাইপো তথা প্রাক্তন জেলা পরিষদের সদস্য কাউসার আলীর ছেলে। অভিযোগ, সেই সময় জামিয়া কাটান সংলগ্ন এলাকায় তার চার চাকা গাড়িতে ধাক্কা মারে বাইক রাইডারদের মধ্যে একটি মটর বাইক। আর তাতেই কার্যত ক্ষিপ্ত হয়ে উঠেন বিধায়কের ভাইপো বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুনঃ নশিপুর রেল ব্রিজ পরিদর্শনে সাংসদ আবু তাহের খান, চলছে বাকি অংশের কাজ
অভিযোগ, নতুন ডাকবাংলায় বাইক রাইডারদের আটকে দেওয়া হয়। শুধু তাই নয়, দুটি বাইক ভাঙচুরও করা হয় ঘটনার জেরে। তখন কার্যত উত্তেজনার সৃষ্টি হয়। দুই পক্ষের মারামারির জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খোদ ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ।আর বিধায়কের সামনেই কার্যত দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে। আর তারপরেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ বলে জানা গিয়েছে।
Koushik Adhikary