এইভাবে, সামনের দিন থেকে শুরু হবে কান্দি বহরমপুর রুটের বাস পরিষেবা স্বাভাবিক করার প্রক্রিয়া। সোমবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই বাস পরিষেবা চলবে। আগামী পনেরো দিন বাস চলাচলের মধ্য দিয়ে করা হবে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা। তারপর ব্রীজ ঠিক থাকলে ধীরে ধীরে স্বাভাবিক হবে ব্রীজের উপর দিয়ে যাত্রী পরিষেবা। তবে সন্ধ্যা সাতটার পর আর কোনো বাস পরিষেবা চালানো হবে না, বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
ব্রীজ চালুর আগে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে জেলা প্রশাসন। মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক কার্যালয়ে বৈঠক করা হয় একাধিকবার, পরে রণগ্রাম ব্রীজের সমস্ত কিছু ক্ষতিয়ে দেখা হয়। নির্দিষ্ট জায়গায় যাত্রীদের জন্য শৌচাগার সহ একাধিক পরিষেবা প্রদানের লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে। ব্রীজের দুই প্রান্তে বাস দাঁড়ানোর জন্য জায়গা করা হয়েছে এবং শৌচাগার নির্মাণ করা হয়েছে।
দীর্ঘদিন ব্রীজ সমস্যার জন্য ব্রীজের উপর বাস ওঠা নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এতে সমস্যায় পড়েছিলেন স্থানীয় মানুষ থেকে নিত্যযাত্রী সকলেই। ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে প্রতিনিধি দলের সদস্যরা রণগ্রাম ব্রীজ পরিদর্শন করেছেন একাধিকবার । এই ব্রীজের পাশেই নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছিল। কিছু দিন কাজ থমকে ছিল আবার নতুন করে ব্রীজের কাজ শুরু করা হয়েছে । স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, বাস চলাচল ঝুঁকিপূর্ণ হলে ব্রীজের একদিকে যাত্রীদের নামিয়ে খালি বাস অন্যদিকে আসুক। তবে বাস পরিষেবা চালু হলে নিত্যদিনের খরচ কমবে সুবিধা হবে যাত্রীদের।
কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থপ্রতিম সরকার ও কান্দি থানার আইসি সুভাষ চন্দ্র ঘোষ ইতি মধ্যেই বাস মালিকদের সঙ্গে বৈঠক করেছেন কিভাবে যাত্রী পরিষেবা করা হবে তা নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছেন, ফলে সপ্তাহের প্রথম দিন সোমবার থেকে যাত্রী পরিবহণ পরিষেবা সচল হলে খুশি হবেন কান্দি মহকুমার বাসিন্দারা।
কান্দি বিধায়ক অপূর্ব সরকার জানান, সোমবার সকাল সাতটা থেকে নির্দিষ্ট বাস নিয়ে পরিষেবা চালু করা হবে। যদিও সরকারি বাস এখনই চলবে না। ছোট বাস চালানো হবে যাত্রী শূন্য করে, পাশাপাশি সিসিটিভি ও যাত্রীদের জন্য নির্দিষ্ট সেড এবং শৌচাগার নির্মাণ করা হবে তবে দ্রুত নতুন ব্রীজের কাজ শেষ করা হবে, বলে উষ্মা প্রকাশ করেন তিনি।