সীমান্ত রক্ষী বাহিনীর ১৪১ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে এই আজাদ গ্রন্থাগার তৈরি করা হয়। এই বিষয়ে বিএসএফ-র পক্ষ থেকে বলা হয়েছে, বাউশমারি পিছিয়ে পড়া এলাকা। এখানকার ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় নানান প্রতিবন্ধকতা আছে। এলাকায় তেমন কোনও কলকারখানা বা আয়ের সুযোগ নেই। গ্রামবাসীদের একমাত্র ভরসা কৃষিকাজ। এই পরিস্থিতিতে কিছুটা বাধ্য হয়েই সীমান্তের পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে এলাকার অল্পবয়সীরা। সেই বিষয়টি চোখের সামনে দেখেই বিএসএফের পক্ষ থেকে এলাকায় শিক্ষারচর্চা বাড়ানো এবং শিক্ষিত যুবকদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য তৈরি করতেই এই আজাদ গ্রন্থাগার গড়ে তোলা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ভোট গণনার আগের রাতে মুর্শিদাবাদে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১
বিএসএফ-র বাউশমারি ক্যাম্প চত্বরে ‘আজাদ গ্রন্হাগার’ নামে এই লাইব্রেরি কাম মাল্টি ফেসিলিটি ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয় বুধবার। উদ্বোধন করেন বিএসএফের ডিআইজি রাজেশ কুমার মিশ্র । ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিও নগেন্দর সিং রাউতেলা। এছাড়াও পঞ্চায়েত প্রধান সহ এলাকার সাধারণ নাগরিকরাও সেখানে উপস্থিত ছিলেন।
বিএসএফ-র ডিআইজি বলেন, "আমরা মূলত এই প্রোগ্রামের মধ্য দিয়ে সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য একটি গ্রন্থাগার উপহার দিয়েছি। যেটার নাম আজাদ গ্রন্থাগার। রাষ্ট্রপতি পদক প্রাপ্ত জওয়ান আজাদ সিং দালাল শহিদ হন ২০২১ সালে। তাঁকে স্মরণীয় করে রাখতেই তাঁর নামে এই গ্রন্থাগারের উদ্বোধন করা হয়। এখানে সমস্ত ছাত্র-ছাত্রী তাঁদের পছন্দের বই পড়তে পারবে এবং খেলাধুলো ছাড়াও কম্পিউটারের মাধ্যমে তাদের মেধাকে কাজে লাগাতে পারবে। পাশাপাশি নিজেদের প্রতিযোগীতা মূলক পরীক্ষায় বসার উপোযোগী করে তুলতে পারবে। সেই সঙ্গে বাংলা, ইংরেজি ও হিন্দি দৈনিক কাগজও থাকবে।” বিএসএফের এই উদ্যোগে খুশি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ।
কৌশিক অধিকারী