মিড ডে মিলের খাদ্য সামগ্রী খতিয়ে দেখার কাজ অ্যাপের মাধ্যমে চালু হওয়ার পর মঙ্গলবার মুর্শিদাবাদে সেই অ্যাপের ব্যবহার শুরু হল। এদিন খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগর হাইস্কুলে মিড ডে মিলের খাদ্য সামগ্রির গুণগত মান যাচাই করার জন্য স্কুলে যান খড়গ্রামের বিডিও বাপি ধর। তিনি সেখানে অ্যাপের মাধ্যমেই সমস্ত কিছু তদারকি করে দেখেন এবং সেই রিপোর্ট সংশ্লিষ্ট দফতরে পাঠিয়ে দেন। এই বিষয়ে তিনি জানান, আগেও এই ধরনের পরিদর্শনের কাজ চলতো। তবে এখন এই পরিদর্শনের কাজ অ্যাপের মাধ্যমে করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই অ্যাপ ব্যবহার করেই আজ একটি হাইস্কুলে মিড ডে মিলের খাবার সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হল।
advertisement
আরও পড়ুন -Kolkata Police: ‘বাঘের ঘরে ঘোঘের বাসা’! বাগবাজার সেন্ট্রাল মেডিকেল স্টোরে গ্রেনেডের খোল
খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগর হাই স্কুলের শিক্ষক জানিয়েছেন, পরিদর্শনের জন্য এদিন বিডিও স্কুলে এসেছিলেন। তিনি সমস্ত কিছু পরিদর্শন করে যান। এর পাশাপাশি তিনি জানান, তারা তাদের স্কুলে পড়ুয়াদের পুষ্টির দিকটি মাথায় রেখে প্রতিদিন মসুর ডাল এবং সপ্তাহে অন্ততপক্ষে চার দিন সোয়াবিন পড়ুয়াদের পাতে দেন। এছাড়াও ডিম এসব রুটিন অনুযায়ী দেওয়া হয়।মিড ডে মিলের এই স্কুলের পরিষেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিডিও এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখেই তাদের মিড ডে মিল দেওয়া হয়।
Kaushik Adhikary