TRENDING:

Bahrampur: ভোটের পরের দিন উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর,ঘটনাস্থলে ছুটে যান অধীর চৌধুরী

Last Updated:

রবিবার ভোট পর্ব মিটেছে, কিন্তু ভোটের পরের দিনও উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বহরমপুর: রবিবার ভোট পর্ব মিটেছে, কিন্তু ভোটের পরের দিনও উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর। শাসক বিরোধীদের মধ্যে চলল দফায় দফায় বিক্ষোভ। সোমবার সকালে পুরাতন হাসপাতাল চত্বরে তৃণমূলের কয়েকটি পরিবারের উপর কংগ্রেস কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। আবার ২০নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অধীর চৌধুরী আর তারপরই অধীর চৌধুরীকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।  বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।
advertisement

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠতায় কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন শাশুড়ি! মারাত্মক কাণ্ড ঘটান বউমা! তারপর...

সোমবার সকালে পুরাতন হাসপাতাল চত্বরে তৃণমূলের কয়েকটি পরিবারের উপর কংগ্রেস কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। আবার ২০নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আর তারপরেই অধীর চৌধুরীকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। তিনি বলেন, '' ২০নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী আমাকে ফোন করে জানায় মারধর করা হচ্ছে, আমাকে বাঁচান। সেই ফোন পেয়ে আমি পুলিশকে জানিয়েই সেই এলাকায় ছুটে যাই। জনপ্রতিনিধি হিসেবে আমার কর্তব্য, তাই আমি এসেছি।'' অধীর চৌধুরীর অভিযোগ, '' এই এলাকায় আমাকে ঢুকতে দেওয়া হচ্ছেনা। পুলিশ বলে দিক গোটা শহরে আমার জন্য কার্ফু, তাহলে আমি আর কোথাও যাব না। আমাকে আমার কর্মীদের সঙ্গে দেখা করতে, তাঁদের বাড়িতে যেতে   বাধা দেওয়া হচ্ছে। কিন্তু প্রয়োজনে আমি আবার আসব। মহিলাদের উপর নির্যাতন চলছে।''

advertisement

আরও পড়ুন:আবারও পথ দুর্ঘটনা! গুরুতর আহত তিন মাধ্য়মিক পরীক্ষার্থী

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

অন্যদিকে, তৃণমূল কর্মীদের অভিযোগ, কংগ্রেসের লোকেরা একাধিক তৃণমূল কর্মীদের মারধর করেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি তথা তৃণমূল প্রার্থী ভীষ্মদেব কর্মকার। অধীর চৌধুরীকে ঘেরাও করে গো ব্যাক শ্লোগান তুলে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। ভীষ্মদেব কর্মকার বলেন, '' অধীর চৌধুরীর পায়ের তলায় মাটি নেই তাই শহরের শান্ত পরিবেশ নষ্ট করে সন্ত্রাসের আবহ তৈরি করছে।''

advertisement

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Bahrampur: ভোটের পরের দিন উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর,ঘটনাস্থলে ছুটে যান অধীর চৌধুরী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল