অগ্নিনির্বাপণ দফতরের পক্ষ থেকে ৫ই মে থেকে ৫ই জুন পর্যন্ত অগ্নি নিরাপত্তা ও সচেতনতা প্রচার চালানো হবে। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার কান্দি মহকুমা হাসপাতালে অগ্নিনির্বাপণ দফতরের পক্ষ থেকে এই সচেতনতার পাঠ দেওয়া হল । উপস্থিত ছিলেন কান্দি মহকুমা অগ্নিনির্বাপণ দফতর আধিকারিক রবিউল ইসলাম সহ অন্যান্য কর্মীরা। পাশাপাশি উপস্থিত ছিলেন কান্দি মহকুমা হাসপাতালের সহকারি সুপার সহ অন্যান্য কর্মী এবং নার্সরা। হাতে কলমে প্রশিক্ষণ পেলেন হাসপাতালের চিকিৎসক থেকে অন্যান্য কর্মী, সকলেই। যেকোন রকম অগ্নিকাণ্ডের দুর্ঘটনার সময় কীভাবে দ্রুত সিলিন্ডার থেকে গ্যাস বের করা হবে, তার প্রশিক্ষণ দেওয়া হয়।
advertisement
কান্দি মহকুমা অগ্নিনির্বাপণ দফতরের আধিকারিক রবিউল ইসলাম জানান, প্রতিবছরের ন্যায় এই বছর অগ্নি নিরাপত্তা ও সচেতনতা শিবির চলছে। আগামী একমাস ধরে এই অনুষ্ঠান চলবে। বিভিন্ন জায়গাতেই এই প্রোগ্রাম করা হচ্ছে। জেলার বিভিন্ন হাসপাতাল সহ কান্দি মহকুমা হাসপাতালে এই সচেতনতার পাঠ দেওয়া হল। শুধু তাই নয়, অগ্নিনির্বাপন সিলিন্ডার ঠিক আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
Koushik Adhikary