TRENDING:

Madhyamik 2022 Results: পোলিও আক্রান্ত দু’পা, কথা বলতেও সমস্যা, বিজ্ঞানী হওয়ার স্বপ্ন পূরণে আরও এক ধাপ

Last Updated:

Madhyamik 2022 Results: এ বার মাধ্যমিকে ৬২৫ নম্বর পেয়ে সকলকেই অবাক করে দিয়েছে বড়ঞা থানার গড্ডা গণপতি আদর্শপীঠের ছাত্র আলম রহমান ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বড়ঞা : জন্ম থেকেই সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতা নেই । দুটো পা পোলিওতে আক্রান্ত। ঠিকভাবে কথাও বলতে পারে না । তার মধ্যেই স্বপ্ন দেখছে বিজ্ঞানী হওয়ার । সেই স্বপ্নের দিকেই এক ধাপ এগিয়ে গেল আলম রহমান । এ বার মাধ্যমিকে ৬২৫ নম্বর পেয়ে সকলকেই অবাক করে দিয়েছে বড়ঞা থানার গড্ডা গণপতি আদর্শপীঠের ছাত্র আলম রহমান ।
স্বপ্নের দিকেই এক ধাপ এগিয়ে গেল আলম রহমান
স্বপ্নের দিকেই এক ধাপ এগিয়ে গেল আলম রহমান
advertisement

শুক্রবার আলম রহমান মোবাইলের মাধ্যমেই জানতে পেরেছে সে স্কুলের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে । মুর্শিদাবাদের শেষ সীমান্তে বীরভূম লাগোয়া ময়ূরাক্ষী নদীর কোল ঘেষে বৈদ্যনাথপুর গ্রামে আলমের বাড়ি । এখান থেকেই তিন কিলোমিটার দূরে গড্ডা গণপতি আদর্শপীঠে স্কুল করতে যেতে বাবার সাইকেলই ছিল একমাত্র ভরসা । দুই মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার মহম্মদ ফিরোজের । ছেলে আলম জন্ম থেকেই প্রতিবন্ধী হওয়ায় দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন কিন্তু কোনো লাভ হয়নি । বাড়িতে ছোট মুদিখানার দোকানের উপর নির্ভর সংসার । এরই মধ্যে নিয়ম করে ছেলের পড়াশোনার জন্য সাইকেল করে স্কুলে দিয়ে আসতেন । বৈদ্যনাথপুর গ্রামেই দু’জন শিক্ষকের কাছে পড়াশোনা করত আলম ।

advertisement

আরও পড়ুন : বাবা নিখোঁজ সান্দাকফুতে, মাধ্যমিকের রেজাল্ট হাতে কেঁদেই চলেছে অস্মিতা

আরও পড়ুন : বীমাকর্মী বাবার সামান্য উপার্জনই ভরসা, মেধাবী অপূর্ব মাধ্যমিকে সপ্তম

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভাল রেজাল্টের খবর পেয়ে গ্রামের লোকজন ভিড় করেছে এক টুকরো ইটের দেওয়াল দেওয়া বাড়িতে । হাত দুটো পোলিও আক্রান্ত হওয়ায় পায়ের মাধ্যমেই সে ছোট বয়স থেকে লেখে । বাবা মহম্মদ ফিরোজ বলেন, ‘‘খুবই অভাবের সংসার৷ তার মধ্যে ছেলেটাকে মানুষ করার জন্য চেষ্টা করে যাচ্ছি । ও খুব মেধাবী, তার জন্যই লড়াই ।’’ শিক্ষক ইমরান হোসেন বলেন, ‘‘ও খুব মেধাবী। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে যে ও এত ভাল নম্বর পাবে, তা ভাবতে পারিনি । আমরা সব সময় ওর পাশে রয়েছি ।’’ ভাল ভাবে কথাও বলতে পারে না আলম রহমান। লিখে জানায়, ‘‘আমি শিক্ষক হতে চাই, ছোট ছোট বাচ্চাদেরকে পড়াব। ’’

advertisement

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Madhyamik 2022 Results: পোলিও আক্রান্ত দু’পা, কথা বলতেও সমস্যা, বিজ্ঞানী হওয়ার স্বপ্ন পূরণে আরও এক ধাপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল