মৎস্যজীবী সূত্রে জানা যায়, স্থানীয় মৎস্যজীবী কমল মণ্ডল এবং রঞ্জিত মণ্ডল গঙ্গায় মাছ ধরার জন্য জাল ফেলে, সেই জাল উঠানোর সময় দেখে তার জালে একটি ঘেরিয়াল আটকে আছে। তারপর ঘড়িয়ালটিকে ডাঙ্গায় নিয়ে এসে জাল থেকে ছাড়িয়ে আবার গঙ্গায় বেঁধে রাখা হয়। যাতে ঘড়িয়ালটির কোনও ক্ষতি না হয়। বন দফতর পৌঁছলে তাদের হাতে তুলে দেবে বলে জানান মৎসজীবীরা। উল্লেখ্য, বেশকিছু দিন আগে এই এলাকায় গঙ্গাতে কুমির দেখা যায়, তারপর আজকে ঘড়িয়াল।
advertisement
আরও পড়ুনঃ অসম থেকে টোটোতে করে পাচার হচ্ছিল, কী! জানলে চমকে উঠবেন
গত ৩১ অক্টোবর ছট পুজোর সময় মুর্শিদাবাদের ফরাক্কা কুমিরের দেখা মেলে। কুমির দেখায় আতঙ্ক ছড়ায় মুর্শিদাবাদের ফরাক্কা বেনিয়াগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আছুয়া গঙ্গা ঘাটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন, সে দিন সন্ধ্যা থেকে এই এলাকায় গঙ্গার কিনারায় এই কুমিরটি দেখা যাচ্ছিল। ফলে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। অন্যদিকে ছট পুজোর আগে হঠাৎই ১২নং গেটে কুমির দেখতে পাওয়া যায়। ছটের আগে কুমিরের দেখা মিলতেই আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ থেকে মৎস্যজীবীরা।
ছট পুজোর পরে ফের কুমিরের দেখা মিলেছিল। তবে মঙ্গলবার বিকেলে মৎস্যজীবীদের জালে ঘড়িয়াল উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।তবে ঘড়িয়াল দেখতেই ফরাক্কাতে গঙ্গায় ভিড় জমান বহু সাধারণ মানুষজন।
কৌশিক অধিকারী