রবিবার দুপুরে একটি সরকারি স্কুলে একটি আমড়া গাছ কাটা হচ্ছিল। সেইসময় গাছের নীচে আমড়া কুড়োচ্ছিলেন বেশ কয়েকজন। অভিযোগ গাছের নীচে লোক থাকলেও তাদেরকে সাবধান করা হয়নি। একটি ডাল ভেঙে স্কুলের পাঁচিলে মধ্যে পড়ে। তারপর সেই পাঁচিল ভেঙে পড়ে দুই মহিলার উপর। তাঁরা ভাঙা পাঁচিলে চাপা পড়ে যায় । স্থানীয় মানুষজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অমিতা মার্জিতকে মৃত বলে ঘোষনা করে। পূর্ণিমা পালকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়।
advertisement
আরও পড়ুন: ভোরে এল আগন্তুক! বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি উঠোনেই সারল শৌচকর্ম, কেন এমন কাণ্ড
অভিযোগ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার স্বামী ওই আমড়া গাছটি কাটছিলেন, কোনও রকম অনুমতি ছাড়াই । গ্রামবাসীরা এসে ওই প্রধান শিক্ষিকা ও তার স্বামীকে ঘরের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ এসে ওই প্রধান শিক্ষিকার স্বামীকে আটক করে।
আরও পড়ুন: শীতের আমেজে উত্তরবঙ্গের বাজার কাঁপাচ্ছে বিদেশি কমলা লেবু! দাম শুনলে অবাক হবেন
যদিও প্রধান শিক্ষিকা বলেন, “ছাত্র-ছাত্রীদের মাথায় যাতে না পড়ে যায় সেই কারণেই রবিবার এই গাছ কাটা হচ্ছিল । তার মধ্যেই এই বিপত্তি। মানুষগুলো কখন গাছতলায় আমড়া কুড়োনোর জন্য চলে এসেছিল তা লক্ষ্য করিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্ত ঘটনা জানিয়েছি।”