আরও পড়ুন: ফের মৃত্যু বলি তারকার! বাথরুম থেকে মিলল অভিনেতা আদিত্য সিং রাজপুতের নিথর দেহ
মূলত বিড়ি শ্রমিক অধ্যুষিত এলাকা সামশেরগঞ্জ। সামশেরগঞ্জ ব্লকে প্রায় সকলেই বিড়ি বাঁধে এবং তা দিয়েই সংসার চলে। পেশায় রাজমিস্ত্রি বাবা আতাবুল মোমিন এবং বিড়ি শ্রমিক মা ঝালন বিবি। তিন ছেলে এবং একমাত্র মেয়ে নিয়ে কোনও রকমে সংসার চালালেও বর্তমানে মেয়ের অসুস্থতায় বিপুল অঙ্কের টাকা খরচ হয়েছে। সেই চিন্তায় ঘুম বন্ধ হয়েছে পরিবারের সদস্যদের।
advertisement
বর্তমানে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তাঁরা। মেয়েকে বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সকলের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন বাবা আতাবুল মোমিন এবং মা ঝালন বিবি। জীবন মৃত্যুর সঙ্গে দিনরাত লড়াই। তাই এই ৫ লক্ষ টাকার চিকিৎসার প্রয়োজনের কারণে কীভাবে এই অধিক পরিমাণ টাকা জোগাড় হবে তা নিয়েই দুশ্চিন্তায় প্রহর গুনছেন পরিবারের সদস্যরা।
কৌশিক অধিকারী