জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার ভরতপুর দুনং ব্লকের অন্তর্গত ১৭জন প্রধান উপ প্রধান একসঙ্গে গণইস্তফা দিলেন শনিবার দুপুরে। জনরোষে পড়ার আশঙ্কায় পদত্যাগ দাবি করেছেন তারা। আরও বড় ক্ষোভের মুখে পড়তে হতে পারে এই আশঙ্কায় তারা আগাম পদত্যাগ করে তাদের হেফাজত পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করছেন বলেই একাংশ রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। ভরতপুর দুই ব্লকের অন্তর্গত মালিহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপ প্রধান সহ পঞ্চায়েত সদস্যেরা তারা এই ইস্তফা দেন। অন্যদিকে বুকে ব্যাথা নিয়ে পদত্যাগ করছি।
advertisement
কাঁদতে কাঁদতে ইস্তফা দিয়ে জানান মালিহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সৈয়দ নাসিরুদ্দিন দাবি করেন। তিনি আরওজানান, অনেক যোগ্য উপভোক্তার নাম বাদ পড়ছে। সেখানে দায়ী করছে মানুষ আমাদেরকে। গালিগালাজ করছে। জনরোষের মুখে পড়ছি আমরা তাই এই পদত্যাগ।অন্যদিকে অন্য এক পঞ্চায়েত সদস্য জানাচ্ছেন, আমরা তৃণমূল দলের বিরোধিতা করছি না আমরা দলের কি করে শ্রী বৃদ্ধি করা যায় সেদিকে খেয়াল রাখছি।
তবে জনরসের মুখ থেকে বাঁচতে আমরা এই ইস্তফা দিলাম। যাতে করে আগামী দিন আমরা সাধারণ মানুষের মতো বাঁচতে পারি।ভরতপুর দুই নং ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকেই এই পদত্যাগ করেছেন। ১৭জন সদস্য তারা স্বাক্ষর করে শনিবার ছুটির দিনে তারা ইস্তফা দিলেন। তবে ভোটের আগে এই ইস্তফা খানিকটা প্রভাব পরবে বলেই আশা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।
Koushik Adhikary