TRENDING:

ক্যাজুয়াল সেক্স-এর খোঁজেই ডেটিং অ্যাপ ব্যবহার ছেলেরা, বলছে গবেষণা

Last Updated:

কমবেশি ডেটিং অ্যাপ ব্যবহার করেন আধুনিক প্রজন্মের বেশিরভাগ জেন এক্স আর জেন ওয়াইরা ৷ কিন্তু আদেও কী সকলেই পছন্দের মানুষের সঙ্গে ডেটিং করতে চান ? সকলে কী সেই উদ্দেশ্যেই এই অ্যাপে ঘোরাফেরা করেন ? নাকি একেক জনের চাহিদা একেক রকম ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কমবেশি ডেটিং অ্যাপ ব্যবহার করেন আধুনিক প্রজন্মের বেশিরভাগ জেন এক্স আর জেন ওয়াইরা ৷ কিন্তু আদৌ কী সকলেই পছন্দের মানুষের সঙ্গে ডেটিং করতে চান ? সকলে কী সেই উদ্দেশ্যেই এই অ্যাপে ঘোরাফেরা করেন ? নাকি একেক জনের চাহিদা একেক রকম ৷
advertisement

নরয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা গিয়েছে, ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে বেশিরভাগ পুরুষই এই অ্যাপ ব্যবহার করেন শুধুমাত্র ক্যাজুয়াল সেক্স পার্টনার খোঁজার জন্য ৷ অনেকে রয়েছেন, যাঁরা অল্পদিনের সম্পর্ক গড়ে তোলার পক্ষপাতী ৷ এবং এই কারণেই ডেটিং অ্যাপে বিচরণ করেন ৷

আরও পড়ুন: দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের কী কী ক্ষতি হয় ? জানলে জীবনেও করবেন না !

advertisement

ওই ইউনিভার্সিটির প্রফেসর মনস বেন্ডিক্সেন জানিয়েছেন, মেয়েরা আবার ডেটিং অ্যাপে নজর রাখেন, নিজেরা কতটা আকর্ষণীয় তা যাচাই করতে ৷ কারণ নিজেদের অ্যাট্রাকটিভ ভাবতে পছন্দ করেন মহিলারা ৷

আবার দেখা গিয়েছে, ‘টিন্ডার’-এর মতো ডেটিং অ্যাপে বেশিক্ষণ ধরে সার্চ করেন মেয়েরাই ৷ তার কারণ, কাউকে মনোনীত করতে ছেলেদের তুলনায় অনেক বেশি সময় নেন মেয়েরা ৷ এই সমস্ত বিষয়ে ছেলেরা অনেক দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন ৷

advertisement

আরও পড়ুন:রান্নাঘরের দুর্গন্ধ রুখতে ট্রাই করুন সহজ, ঘরোয়া কিছু উপায়! রেজাল্ট গ্যারান্টেড!

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সম্প্রতি, নরয়েজিয়ান ইউনিভার্সিটির ৬৪১ জন পড়ুয়ার উপর করা হয়েছিল এই সমীক্ষাটি ৷ এঁদের বয়স উনিশ থেকে উনত্রিশের মধ্যে ৷ পার্সোনালিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস নামের একটি জার্নালে প্রকাশিত হয়েছে এই সমীক্ষাটি ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ক্যাজুয়াল সেক্স-এর খোঁজেই ডেটিং অ্যাপ ব্যবহার ছেলেরা, বলছে গবেষণা