TRENDING:

কাঁধে মরণাপন্ন তরুণী, তিন ঘণ্টা হেঁটে হাসপাতালে পরিবার! মালদহে শিউরে ওঠা ছবি

Last Updated:

ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলা থানার মালডাঙা এলাকায়। মৃত মামনি রায়(২৫) ওই গ্রামেরই বাসিন্দা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গ্রামের বেহাল রাস্তায় ঢোকে না অ্যাম্বুলেন্স বা অন্য কোনও যানবাহন। তাই, অগত্যা খাটিয়ায় তুলে মুমূর্ষু রোগীকে নিয়ে হাসপাতালে ছুট পরিবারের। প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা খাটিয়ায় রোগীকে নিয়ে হাসপাতালে পৌঁছেও হল না শেষরক্ষা। তিন ঘণ্টা পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তরুণীকে মৃত বলে ঘোষণা করলেন চিকিৎসকরা। চরম অমানবিক এই ছবির সাক্ষী থাকল মালদহ৷
এ ভাবেই খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মামনি রায়কে (বাঁদিকে)৷
এ ভাবেই খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মামনি রায়কে (বাঁদিকে)৷
advertisement

ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলা থানার মালডাঙা এলাকায়। মৃত মামনি রায়(২৫) ওই গ্রামেরই বাসিন্দা। এই ঘটনায় ওড়িশার কালাহান্ডির ঘটনার কথা মনে পড়ছে অনেকের৷ সেখানে টাকার অভাবে স্ত্রীর মৃতদেহ কাঁধে করে নিয়ে যেতে হয়েছিল স্বামীকে৷ এ বছরের শুরুতেই উত্তরবঙ্গেরই জলপাইগুড়িতে মায়ের মৃতদেহ কাঁধে হাঁটতে দেখা গিয়েছিল ছেলেকে৷ তার পরেও একই ধরনের ঘটনা ঘটল মালদহে৷

advertisement

জানা গিয়েছে, গত দু-তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন মামনি। শুক্রবার দুপুরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বামনগোলা থানার গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের মালডাঙা গ্রাম অত্যন্ত এলাকা বলে পরিচিত।

দীর্ঘদিন ধরেই গ্রামের রাস্তা বেহাল। গত দু’ মাস আগে বর্ষায় এই গ্রামের রাস্তা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়টা। এখনও পর্যন্ত সেই রাস্তা মেরামত হয়নি। রাস্তার যা হাল তাতে অ্যাম্বুলেন্স বা কোনও যানবাহন গ্রামে ঢোকে না। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মামনির পরিবারের সদস্যরা প্রায় এক ঘণ্টা ধরে টোটো খোঁজারও চেষ্টা করে৷ কিন্তু কোনও টোটোই বেহাল রাস্তায় যেতে রাজি হয়নি বলে অভিযোগ৷

advertisement

এই অবস্থায় অন্য কোনও উপায় না পেয়ে মুমূর্ষু রোগীকে খাটিয়ায় তুলে গ্রামের মেঠো পথ পেরিয়ে হাসপাতলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। পরিবারের লোকজন মামনিকে খাটিয়ায় শুইয়ে ঘাড়ে তুলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। গন্তব্য ছিল বামনগোলার মোদিপুকুর গ্রামীণ হাসপাতাল। কিন্তু, বেহাল রাস্তা পেরিয়ে হাসপাতালে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ঘটনা সামনে আসার পরই সরব হয়েছে বিজেপি। বেহাল রাস্তা নিয়ে রাজ্য ও স্থানীয় প্রশাসনকে কার্যত তুলোধোনা করেছেন বিজেপি নেত্রী বীনা চৌধুরী। রাজ্য সরকার পথশ্রী প্রকল্প হাতে নেওয়ার পরেও কেন গ্রামীন রাস্তায় অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না, সেই প্রশ্নই তুলেছে বিজেপি।

বাংলা খবর/ খবর/মালদহ/
কাঁধে মরণাপন্ন তরুণী, তিন ঘণ্টা হেঁটে হাসপাতালে পরিবার! মালদহে শিউরে ওঠা ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল