TRENDING:

Malda: স্বাস্থ্য দফতরের উদ্যোগে মালদহে 'মিশন মুড', চোখের অপারেশন শেষ হবে দ্রুত

Last Updated:

দ্রুত ব্যাকলক শেষ করার নির্দেশ মিলেছে। সেইমতো মালদহ জেলায় চোখের আলো প্রকল্পে উপভোক্তাদের দ্রুত অপারেশন করতে মিশন মুড গ্রহণ করছে জেলা স্বাস্থ্য দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ : দ্রুত ব্যাকলক শেষ করার নির্দেশ মিলেছে। সেই মতো মালদহ জেলায় চোখের আলো প্রকল্পে উপভোক্তাদের দ্রুত অপারেশন করতে মিশন মুড গ্রহণ করছে জেলা স্বাস্থ্য দফতর। সোমবার এই বিষয় নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো মালদাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসনিক ভবনে। চোখের আলো প্রকল্পে অনেক পিছিয়ে মালদহ জেলা। নাম নথিভুক্ত করার পরেও উপভোক্তাদের অপারেশন হয়নি। দ্রুত অপারেশনের হার বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দফতর। মালদা জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা এই বিষয় নিয়ে একাধিক বৈঠক করছেন। দফায় দফায় বৈঠক করে অপারেশনের হাড় বৃদ্ধির লক্ষ্যমাত্রা বৃদ্ধির বিষয়ে আলোচনা করছেন প্রশাসনিক কর্তারা। কিভাবে উপভোক্তাদের আরও দ্রুত পরিষেবা দেওয়া যায়, সে সমস্ত বিষয় নিয়েও বিস্তর আলোচনা হচ্ছে।
advertisement

 

 

সোমবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চোখের আলো প্রকল্পের বিষয় নিয়ে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্য সরকারের \"চোখের আলো প্রকল্পে\" মাধ্যমে ছানি অপারেশন করা হয়।এই চোখের আলো প্রকল্পের মাধ্যমে রোগীদের বিনামূল্যেই অপারেশন করা এবং যাতায়াতের সম্পূর্ণ ব্যয়ভারের দায়িত্ব নেবে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দফতর। যে কোনো বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে চোখের ছানি অপারেশন করতে গেলে ন্যূনতম ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়। কিন্তু সরকারি হাসপাতাল গুলিতে \"চোখের আলো প্রকল্পে\" মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হয়।

advertisement

View More

আরও পড়ুনঃ অনাবৃষ্টির জের! ‌যোগানের অভাবে সঙ্কটে শোলা শিল্পীরা

 

 

সোমবার মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: পাপড়ি নায়েক, মালদহ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর পার্থ প্রতিম মুখার্জি সহ স্বাস্থ্য দপ্তরের পদস্থ কর্তারা।বর্তমানে মালদহ জেলা জুড়ে ৬০০ ব্যাকলক পড়ে রয়েছে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে উপভোক্তাদের চোখের অপারেশনের পরিষেবা দেওয়া হবে দ্রুততার সাথে। এক মাসের মধ্যেই সমস্ত ব্যাকলক সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা জেলা স্বাস্থ্য দফতরের।

advertisement

আরও পড়ুনঃ বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

 

 

সেই বিষয়টিকে মাথায় রেখেই জেলা প্রশাসন স্বাস্থ্য দফতরের তরফ থেকে বৈঠক করা হয় দিন। মালদহ জেলাশাসক নীতিন সিঙ্হানিয়া বলেন, ব্যাকলক কিছু রয়েছে। আমরা আগামী এক মাসের মধ্যে সমস্ত ব্যাকলক সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছি। চোখের আলো প্রকল্প পরিসেবা আরো ভালো করতে বৈঠক করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের চোখের ছানি অপারেশন বিনামূল্যে চশমা বিতরণ করা হয়ে থাকে। জেলার দুইটি হাসপাতালে চোখের অপারেশন বিনামূল্যে করা হচ্ছে। আরো বেশি করে কি করে চোখের অপারেশন করানো যায় সে বিষয় নিয়েই বৈঠক।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রীর আরাধনার মেতে উঠবে কান্দির পাল বাড়ি, চলছে ২০০ বছর ধরে! প্রস্তুতি তুঙ্গে
আরও দেখুন

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: স্বাস্থ্য দফতরের উদ্যোগে মালদহে 'মিশন মুড', চোখের অপারেশন শেষ হবে দ্রুত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল