গয়েশ্বরী মন্দিরের সেবায়িত বৈদ্যনাথ মণ্ডল জানান, “এখানে প্রতি বছরই জ্যৈষ্ঠ সংক্রান্তির পুণ্যতিথিতে কয়েক হাজার মহিলা এসে পিণ্ডদান করেন। পিণ্ড দান করতে আসা এক মহিলা রেখা মাঝি জানান, “যাঁদের পূর্বপুরুষেরা পরলোকগমন করেছেন, তাদের কন্যাসন্তানরা এখানে এসে পিণ্ড দান করেন। মায়ের আত্মার শান্তি ও মুক্তিলাভের জন্য আজকে এখানে পিণ্ড দান করলাম।”
advertisement
প্রতিবছরই জ্যৈষ্ঠ সংক্রান্তির দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই গয়েশ্বরী মন্দিরে আসেন মহিলারা। সম্ভবত দেশের একমাত্র মালদহের গৌড়ে অবস্থিত এই গয়েশ্বরী মন্দিরে মাতৃকূলে পিণ্ডদান দেওয়া হয়। বাংলা বিহার ঝাড়খণ্ড এমনকি নেপাল থেকেও বহু মহিলা জ্যৈষ্ঠ সংক্রান্তিতে এখানে আসেন মাতৃ পিণ্ডদানের উদ্দেশে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2025 6:01 PM IST