পুরাতন মালদহ পুরসভার মোট আসন ২০ টি (Malda News)। গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১০ টি, বিজেপি ৫ টি, সিপিআইএম ২ টি ও নির্দল প্রার্থী ৩ টি আসনে জয় লাভ করেন। ভোটের পর একাধিক কাউন্সিলর দলবদল করে তৃণমূলে যোগদান করেন। বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে ১৯ টি ও সিপিআইএমের দখলে ১টি মাত্র ওয়ার্ড রয়েছে।এই বছর পুরাতন মালদহ পুরসভার মোট ভোটার ৬২,৬৩১ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৩১,৪৩০ জন, মহিলা ভোটার- ৩১,২০০ জন ও তৃতীয় লিঙ্গ ভোটার ০১ জন রয়েছেন। নির্বাচনী লড়াইয়ে নেমেছেন মোট ৮৮ জন প্রার্থী। পুরাতন মালদহ পৌরসভায় মোট বুথ ৮৩ টি। ভোট গ্রহণের জন্য থাকছে ১৩৩ টি ইভিএম। ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভার প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানো হবে। (Malda News)
advertisement
Harashit Singha
Location :
First Published :
February 26, 2022 3:31 PM IST