TRENDING:

Malda: বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

Last Updated:

নিঃসন্তান বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার পরিত্যক্ত ঘরের ভিতর থেকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচলের কলিগ্রাম এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ : নিঃসন্তান বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার পরিত্যক্ত ঘরের ভিতর থেকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচলের কলিগ্রাম এলাকায়। তবে মৃত্যুর কারণ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। খুন নাকি আত্মহত্যা এই নিয়ে উঠছে প্রশ্ন। নিঃসন্তান বৃদ্ধ দম্পতি মানসিক অবসাদের জেরে ও একসাথে আত্মহত্যার করতে পারেন এমনি অভিযোগ তুলছেন স্থানীয়দের একাংশ। তবে সমস্ত দিক খতিয়ে দেখেন ঘটনার তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ। স্থানীয়রা খবর দিলে পুলিশ দেহ দু’টি উদ্ধার করে নিয়ে যায়। এনিয়ে এখনও থানায় কোনও অভিযোগ দায়ের না হলেও রহস্যের কিনারা করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।
advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত দম্পতির নাম যোগেন রক্ষিত (৫২) ও সোনামনি রক্ষিত (৪৩)। যোগেনবাবু জমির ব্যবসা করতেন। তাঁরা নিঃসন্তান। কলিগ্রামে পৈতৃক পুরোনো বাড়িতে বসবাস করতেন। শুক্রবার রাতে বাড়ির একটি পরিত্যক্ত ঘরে তাঁদের ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। তাঁরা যোগেনবাবুদের আত্মীয়দের খবর দেন। খবর দেওয়া হয় চাঁচল থানাতেও। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ দু’টি উদ্ধার করে নিয়ে যায়। দীর্ঘদিন ধরে ওই দম্পতি ওই বাড়িতেই থাকতেন। প্রতিবেশীদের সাথে তেমন যোগাযোগ রাখতেন না তারা।

advertisement

আরও পড়ুনঃ আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু পঠন পাঠন মালদহ মেডিকেলে

মৃতের এক আত্মীয় ছোটন রক্ষিত বলেন, কাকু-কাকিমা একাই থাকতেন। তাঁদের ছেলেমেয়ে নেই। নিঃসঙ্গ ছিলেন। কারও সঙ্গে সেভাবে মেলামেশাও করতেন না। কাকু জমির ব্যবসা করতেন। কাকিমা বাড়িতেই থাকতেন। রাতে তাঁদের প্রতিবেশীরা আমাদের এই খবর দেন। এসে দেখি, কাকু-কাকিমা দু’জনেই ফাঁসি দিয়ে মারা গিয়েছেন। ব্যবসার জন্য বাজারে কোনও ঋণ ছিল কিনা জানা নেই। কাকু-কাকিমার মধ্যে কোনওদিন অশান্তির খবরও শোনা যায়নি। কেন এমন হল, বুঝতে পারছি না।

advertisement

View More

আরও পড়ুনঃ গঙ্গা ফুলহার নদীতে ব্যাপক ভাঙন! তড়িঘড়ি বৈঠক প্রশাসনের

স্থানীয় বাসিন্দা সৌমেন রায়চৌধুরী বলেন, প্রতিবেশী এক দম্পতি নিজের বাড়িতেই আত্মঘাতী হয়েছেন।দীর্ঘদিন ধরে বাড়িটাতে তালা মারা থাকত। তাঁদের দেখাও যেত না। তাঁরা কারও সঙ্গে মিশতেন না। এখন শুনছি, বাড়িতে তালা মারা থাকলেও তাঁরা এখানেই থাকতেন। এর বাইরে আমাদের আর কিছু জানা নেই। চাঁচল থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। শনিবার মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল